শাহরুখ খান বিয়েতে না গেলেও তার দেওয়া উপহারকে ‘সবচেয়ে বড় প্রাপ্তি’ বলছেন সোনাক্ষী।
Published : 11 Jul 2024, 03:07 PM
দীর্ঘ সাত বছর প্রেমের পর বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। বলিউডকে আমন্ত্রণ জানিয়ে নাচে-গানে জমিয়ে পার্টি করেছেন। সালমান খান থেকে রাভিনা ট্যান্ডন, টাবুসহ বহু তারকা তাদের বিয়ের প্রীতিভোজে উপস্থিত থাকলেও দেখা যায়নি শাহরুখ খানকে।
ওই সময় পরিবার নিয়ে বিদেশে থাকায় শাহরুখ বিয়েতে না গেলেও তার দেওয়া উপহারকেই ‘সবচেয়ে বড় প্রাপ্তি’ বলছেন সোনাক্ষী।
আনন্দবাজার লিখেছে, মঙ্গলবার সোনাক্ষী তার বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন। প্রতিটি ছবির সঙ্গে জুড়ে থাকা মুহূর্তের বর্ণনা দেন ক্যাপশনে। সেখানেই আসে সোনাক্ষী বিয়েতে শাহরুখের দেওয়া উপহারের প্রসঙ্গ।
সোনাক্ষী একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে লিফটে চড়ে নামছেন সোনাক্ষী-জাহির। আর ফোনে শাহরুখের পাঠানো ভয়েস নোট শুনছেন।
সোনাক্ষী ছবির নীচে ক্যাপশনে লিখেছেন, "আমাদের দু’জনের সব থেকে প্রিয় শাহরুখের ভয়েস নোট শুনছি। এত শুভেচ্ছা ও ভালবাসা পাঠিয়েছেন আমাদের! বিয়ের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।"
গত ২৩ জুন আইনি মতে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির ইকবাল। যদিও তাদের বিয়ের পর থেকেই চলছে নানা আলোচনা। ভিন্ন ধর্মে বিয়ে করলেও এ বিয়েতে কেউই ধর্ম বদলাননি। সোনাক্ষীর ভাই লবের নাকি এই বিয়েতে একেবারেই মত ছিল না। তবে তা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হয়নি।
২০২২ সালে 'ডাবল এক্সএল' সিনেমায় সোনাক্ষী ও জাহির স্ক্রিন শেয়ার করেন। গত বছর মিউজিক ভিডিও ‘জোড়ি ব্লকবাস্টারে’ও দেখা গিয়েছিল এ জুটিকে।
বিয়ের পর ইতোমধ্যে কাজে ফিরেছেন সোনাক্ষী। জি ফাইভের ছবি 'কাকুদা'র জন্য প্রচার শুরু করেছেন সোনাক্ষী সিনহা।