প্রশ্ন করে অভিনেতা লিখেছেন , 'সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না?
Published : 17 Jul 2024, 08:00 PM
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে গোটা দেশ যেমন পক্ষে-বিপক্ষে কথা বলছে তেমনি নাটক-সিনেমা জগতের তারকারাও ফেইসবুকে নিজেদের মতামত জানাচ্ছেন। সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করেছেন চিত্রনায়ক শাকিব খান এবং চঞ্চল চৌধুরী।
কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এর আগে পোস্ট দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস, শবনম বুবলী, পরীমণি, পূজা চেরি, জিয়াউল হক অপূর্ব, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, সাবিলা নূর, সিয়াম আহমেদসহ আরো অনেকে।
বুধবার দুপুরে ফেইসবুকে এক পোস্টে ‘তুফান’ নায়ক শাকিব খান লিখেছেন, “আমার প্রাণের বাংলাদশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।”
সংঘাতের শেষ চেয়ে এই নায়ক লিখেছেন, “আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।”
অভিনেতা চঞ্চল চৌধুরী আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া সংঘাতের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, “পেশাগত কাজে প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি…হয়েছি শোকাহত!'
“সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না?”
কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি আরও লিখেছেন, “যা ঘটে গেল, এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক ও সভ্যতাবহির্ভূত। আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’