নতুন-পুরনো সব গানই গাইবেন বলে জানালেন দলের সদস্যরা।
Published : 03 Nov 2022, 10:23 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে গান শোনাবে ‘জলের গান’। শুক্রবার সন্ধ্যায় জাবি মুক্ত মঞ্চে হবে এই অনুষ্ঠানটি।
এই গানের দলের জলের গানের সদস্য এবং ব্যবস্থাপক রানা সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই শো এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জলের গানের পুরনো সব জনপ্রিয় গানের পাশাপাশি নতুন কিছু গানও করব।”
জলের গান ইতোমধ্যে বেশ কিছু নতুন গান তৈরি করেছে। গানগুলো রেকর্ড করে প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানান রানা। এছাড়া চলতি মাসে কয়েকটি স্টেজ শো এর ব্যাপারে আলোচনা চলমান রয়েছে।
জলের গানের প্রধান ভোকাল রাহুল আনন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোনো আয়োজনে গান করা মানেই তারুণ্যের উন্মাদনা। আর জাবি মুক্ত মঞ্চ মানেই তো অন্যরকম আনন্দের একটি জায়গা। আশা করছি, দারুণ একটি শো হবে। সবাইকে জলের গান শুনতে আমন্ত্রণ জানাই।”