শনিবার সন্ধ্যা ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপী হবে 'গাই গান, মিলে প্রাণে প্রাণ' গানের অনুষ্ঠান।
Published : 05 Dec 2024, 10:55 AM
'গাই গান, মিলে প্রাণে প্রাণ' শিরোনামে যাত্রাবিরতিতে গান নিয়ে এক সন্ধ্যা মাতাতে হাজির হচ্ছে গানের দল 'সর্বনাম'।
দলটির সঙ্গে আরও থাকবেন দুই সংগীতশিল্পী অর্ঘ্য দেব এবং রোদসী ইসফার ফাতেমী।
শনিবার বনানীর যাত্রাবিরতির গ্যালারিতে সন্ধ্যা ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপী হবে এই অনুষ্ঠান।
সর্বনাম ব্যান্ডের মূল গায়ক হাসনাত রিপন গ্লিটজকে বলেন, "অনেক বছর ধরেই তো গান করা হচ্ছে। এবার মনে হল অন্য শিল্পীদের নিয়ে কলাবোরেশন করে যদি ভালো একটা সময় কাটানো যায়, সেই চিন্তা থেকে আমাদের এই 'গাই গান, মিলে প্রাণে প্রাণ' অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া।
“'যাত্রাবিরতি' তে পারফর্ম করা দিয়ে শুরু হল, হয়ত আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিল্পীদের নিয়ে এই গানের আয়োজন করা হবে।"
অনুষ্ঠানটি মানুষের মনে কিছুটা হলেও শান্তির বার্তা দিতে পারবে বলে আশা করছেন গায়ক রিপন।
অনুষ্ঠান নিয়ে গায়ক অর্ঘ্য দেব বলেন, "গানের সুরে নিজের জীবনের গল্প শোনাতেই ভালোবাসি। তাই নিজেকে গল্পকার বলতেই ভালো লাগে। শনিবার গান, গল্প আর সুরের এই যাত্রায় আমার কিছু নতুন ও অপ্রকাশিত গান শোনাবো। আশা করছি সবার খুব ভালো লাগবে।"
শিল্পী রোদসী ইসফার ফাতেমী মাত্র ১৩ বছর বয়স থেকে গান লেখা শুরু করেছেন। নিজের লেখা প্রথম গান 'সোনালি' প্রকাশ পায় ১৮ বছর বয়সে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ফাতেমীর 'অনুভূতির আলোড়ন' নামের গানের অ্যালবাম। অ্যালবামের গানগুলো দিয়ে দর্শকদের সুন্দর কিছু মুহুর্ত উপহার দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ফাতেমী।
চলতি বছর সর্বনাম ব্যান্ডের পথচলার এক যুগ পূর্ণ হয়েছে। তাদের জনপ্রিয় কিছু গানের মধ্যে হল ‘নামের গোসাঁই’ ‘চোখের জলে’, ‘এক খেও সুতা কাটিবো’, 'ঝাঁপ দিয়েছি তোমার জলে', 'কালা মেঘ', 'বান্ধব', 'দেখা কি আর হবে', 'অস্থির সময়', 'চোখের জলে বৃষ্টি ঝরে', 'যাইবার আগে যাও বলে যাও'।
ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন রিফাত নোবেল, নুসরাত জাহান ইরা, সানজিদা চৌধুরী অরিন, মোনায়েম, ধ্রুব চৌধুরী, আসাদ সুমন, শঙ্খো দেব।