Published : 24 Dec 2022, 07:02 PM
তৃতীয়বারের মতো ছাদনাতলায় গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা ও মডেল মির্জা বিলালকে পারিবারিকভাবে বিয়ে করেন রেহাম। রেহাম ও বিলালের দুজনেরই এটি তৃতীয় বিয়ে।
২০১৫ সালে ইমরান খানের সঙ্গে মাত্র ১০ মাসের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটার পর ব্যাপক আলোচনায় এসেছিলেন রেহাম।
ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের খবরটি রেহাম নিজেই জানিয়েছেন।
একটি ছবিতে নবম্পতিকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাদের আঙুলে শোভা পাচ্ছে বিয়ের আংটি। সাদা রঙের গাউন পড়েছিলেন রেহাম। অন্যদিকে মির্জা বিলাল পরেন স্যুট-কোট। ক্যাপশনে রেহাম লিখেছেন, “আমার মনের মানুষটিকে খুঁজে পেয়েছি।”
এছাড়া হ্যাশট্যাগে স্বামীকে রেখে রেহাম লিখেছেন, “মুসলিম ঐতিহ্য অনুযায়ী সোনা পরতে অস্বীকৃতি জানিয়েছে বিলাল।”
যুক্তরাষ্ট্রের শহর সিয়াটলে একটি সাদামাটা পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন দুজন। টুইটারে রেহাম বলেন, “আমাদের বিয়েতে বিলালের বাবা-মা উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ জানিয়েছেন। আর বিয়ের উকিল হিসেবে উপস্থিত ছিল আমার ছেলে।”
সোশ্যাল মিডিয়ায় এসব ছবি শেয়ার করার পর থেকে অভিনন্দনে সিক্ত হয়েছেন নবদম্পতি।
এক ভক্ত লেখেন, “অভিনন্দন তোমার জীবনে সুখী হও। দারুণ সিদ্ধান্ত।” আরেকজন লেখেন "অভিনন্দন আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আমিন!"
রেহামের প্রথম বিয়ে ১৯৯৩ সালে। মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমানের সঙ্গে। প্রায় এক যুগ সংসারের পর ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে তাদের। সে বিয়েতে তাদের তিন সন্তান রয়েছে। এরপর ২০১৪ সালে বিয়ে করেন ইমরান খানকে।
ইমরানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে "রেহাম খান" শিরোনামে একটি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন ইমরানের এই প্রাক্তন। ইমরানের সঙ্গে বিয়েকে কেন্দ্র করেই লেখা হয়েছিল বইটি।
রেহামের চেয়ে বয়সে ১৩ বছরের বড় মির্জা বিলাল অভিনয় ও মডেলিং করলেও পেশায় তিনি মূলক একজন কর্পোরট ব্যক্তিত্ব।