শাবানা এবং শশীর সিনেমা ‘ফকিরা’ মুক্তি পায় ১৯৭৬ সালে। ওই সিনেমায় ‘দিল মে তুঝে বৈঠা কর’ গানে শশীর সঙ্গে এ অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল।
Published : 31 May 2024, 09:44 AM
গত শতকের সত্তরের দশকে একাধিক সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবানা আজমি ও শশী কাপুর। সেগুলোর একটিতে ‘সাহসী দৃশ্যে’ শশীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এতদিন পর মুখ খুলেছেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শাবানা এবং শশীর সিনেমা ‘ফকিরা’ মুক্তি পায় ১৯৭৬ সালে। ওই সিনেমায় ‘দিল মে তুঝে বৈঠা কর’ গানে শশীর সঙ্গে যখন অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের দিন আসে, সেদিন বেঁকে বসেন শাবানা। আর অভিনেত্রীর আপত্তি শুনে শশী বলে উঠেছিলেন ‘স্টুপিড’।
শাবানা বলেন, “আমার তখন বয়স কম। শশীজির এ কথায় অপমানে, রাগে আমার চোখে জল এসে যায় এবং আমি সেট ছেড়ে বেরিয়ে যাই। এরপর ওই দৃশ্যে অভিনয় করার ইচ্ছা একদম চলে যায়।
“শশীজি আমাকে বলেছিলেন যে ‘যখন তোমার মাকে বলেছিলে যে, তুমি অভিনেত্রী হতে চাও, তখন এসব কথা মনে হয়নি? স্টুপিড মেয়ে!’”
শাবানা জানান, তিনি শশীর অভিনয়ের অনুরাগী ছিলেন একেবারে ছেলেবেলা থেকে। শশীর বাবা অভিনেতা পৃথ্বীরাজ কাপুর ছিলেন শাবানাদের প্রতিবেশী। প্রতি রোববার ওই বাড়িতে পরিবার নিয়ে হাজির হতেন শশী। আর শাবানা হাতখরচের টাকা বাঁচিয়ে কেনা শশীর সাদাকালো ছবি নিয়ে গিয়ে অভিনেতাকে দিয়ে সই করিয়ে নিয়ে আসতেন।
তাই পরবর্তী জীবনে শশীর মত তারকার সঙ্গে অভিনয় করাটা শাবানার কাছে ছিল জীবনের অন্যতম প্রাপ্তি।