এদিকে গুঞ্জন রয়েছে, রাভিনার মেয়ে রাশা থাডানিও বলিউডে পা রাখতে চলেছেন অভিষেক কাপুরের সিনেমার মধ্য দিয়ে।
Published : 10 Dec 2023, 06:48 PM
সদ্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিস’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দার মত তারকা সন্তানেরা। তাদের অভিনয়ের সমালোচনায় এবার শামিল হলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী ‘দ্য আর্চিস’-এ অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের অভিনয়ের সমালোচনা করে একটি মিম শেয়ার করেন। তাতে যোগ দেন রাভিনাও।
যোইয়া আখতার পরিচালিত ও প্রযোজিত এ সিনেমায় বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর এবং আর্চিস অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য অভিনয় করেছেন।
সিনেমার একটি দৃশ্যে তাদের কথা বলতে দেখা যায়, যেখানে আর্চিসের জন্য বেটি ডিম স্ক্র্যাম্বল করে।
সেই দৃশ্যটি শেয়ার করে মিমে লেখা হয়েছে “অভিনয় এখানেই মারা গেছে।” আর এই মিমের নিচেই রাভিনা লাইক করে বসেছেন।
রাভিনা তাদের অভিনয় নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পরোক্ষভাবে নিজের মতামত ব্যক্ত করেছেন। অর্থাৎ অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের অভিনয় ভালো লাগেনি তার।
এদিকে গুঞ্জন রয়েছে, রাভিনার মেয়ে রাশা থাডানিও বলিউডে পা রাখতে চলেছেন অভিষেক কাপুরের সিনেমার মধ্য দিয়ে। ২০২৪-এর ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।