Published : 18 Apr 2023, 07:06 PM
‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘ওয়ার ২’- একের পর এক অ্যাকশনধর্মী সিনেমায় বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান যজরাজ ফিল্মস গড়ছে ‘স্পাই ইউনিভার্স। তৈরি হচ্ছে নতুন নতুন তারকা আর অভিনয়শিল্পী; সেই তালিকায় এবার এল শর্বরী ওয়াগের নাম।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যজরাজ ফিল্মস তাদের আগামী থ্রিলারে শর্বরী ওয়াগকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পাই এর ভূমিকায়। তবে সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি।
প্রযোজনা সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া চাইছেন নতুন প্রতিভাকে সিনেমায় তুলে আনতে। ১৬ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শর্বরী সিনেমায় আসেন ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমা দিয়ে। ওই সিনেমার প্রযোজক ছিলেন আদিত্য চোপড়া।
‘বান্টি অউর বাবলি টু’ সিনেমায় নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন শর্বরী। পর্দার বাইরেও কাজ করার অভিজ্ঞতা আছে এই অভিনেত্রীর। লাভ রঞ্জন, সঞ্জয় লীলা বানসালির মত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন শর্বরী।