প্রীতি বলেন, "আমার মুখের মেকআপ ধুয়ে ফেলতে বলা হবে,এটা আশা করিনি।"
Published : 11 Feb 2024, 04:03 PM
‘দিল সে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা নায়িকা প্রীতি জিনতা তার প্রথম সিনেমা মুক্তির ২৬ বছর জানালেন চমকে দেওয়া তথ্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সেটি হল রূপটান ছাড়া ওই সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল প্রীতিকে।
ইনস্টাগ্রামে সিনেমার একটি দৃশ্যে নিজের হাসিমাখা ছবি পোস্ট করে পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন এই নায়িকা। পোস্টটি ভাইলার হয়েছে নেট দুনিয়ায়।
বলিউডের বিখ্যাত পরিচালক মণিরত্নমের এই সিনেমায় প্রীতির নায়ক হয়েছিলেন শাহরুখ খান।
প্রীতি লিখেছেন, “এই ছবিটি প্রথম দিন ‘দিল সে’র সেটে তোলা। মণিরত্নম স্যার এবং শাহরুখ খানের সঙ্গে কাজ করব বলে আমি খুব উচ্ছ্বসিত এবং রোমাঞ্চিত ছিলাম। কিন্তু আমার মুখের মেইকআপ ধুয়ে ফেলতে বলা হবে, এটা আশা করিনি।
“মণি স্যার শুটিং শুরুর আগে আমাকে দেখলেন এবং হাসতে লাগলেন। এরপর বললেন আমার মুখ ধুয়ে ফেলতে! আমি বললাম, কিন্তু স্যার মুখ ধুলে তো মেইকআপ উঠে যাবে। তখন স্যার বললেন সেটাই চাইছেন তিনি।
“আমি প্রথমে ভেবেছিলেন, স্যার হয়ত মজা করছেন। পরবর্তীতে আমি বুঝেছিলাম, তিনি সত্যি সত্যিই বলছেন। পরে অবশ্য মেইকআপ ধুয়ে এসে ক্যামেরার সামনে কাজ করি। কাজটা সত্যিই দারুণ হয়েছিল।”
মেইকআপ ছাড়া ক্যামেরার সামনে উপস্থাপন করায় সিনেমার ফটোগ্রাফি পরিচালক সান্তোস সিভানকে ধন্যবাদ জানান প্রীতি।
১৯৯৮ সালে ‘দিল সে’ বক্স অফিসে হিট করায় প্রীতির পরিচিতিও বাড়তে থাকে।
হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তিনি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে ‘কাল হো না হো’, ‘বীর জারা’, দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রীতি।
জুটি বেঁধেছেন আমির খান, সালমন খান, শাহরুখ খান, হৃতিক রোশনের মত তারকা অভিনেতাদের সঙ্গে।
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ মেনশন পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জেনে গুডএনাফের সঙ্গে গাঁটছড়া বাধার পর লসএঞ্জেলসে থিতু হন প্রীতি। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন তিনি। গেল কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন সরব নন তিনি, মাঝেমধ্যে ব্যক্তিগত বিভিন্ন ঘটনা ভক্তদের জানান।
এর পর ২০২১ সালে যমজ সন্তানের মা হন তিনি। ধীরে ধীরে সিনেমার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। তবে নতুন খবর হল দেড় দশক পর হিন্দি সিনেমায় ফিরছেন এই অভিনেত্রী।
‘গদর’ খ্যাত অভিনেতা সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’র পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি।