নাভেলি নন্দা কিছুদিন ধরে সামনে এসেছেন তার উপস্থাপনায় ’হোয়াট দ্য হেল নাভিয়া‘ শো নিয়ে।
Published : 02 Jun 2024, 11:34 AM
গুঞ্জন উঠেছিল, ছেলের পর মেয়েকেও সিনেমায় নিয়ে আসছেন অমিতাভকন্যা শ্বেতা বচ্চন। সেই গুঞ্জন থামাতে এক অনুষ্ঠানে এসে শ্বেতা বলেছেন, তিনি মনে করেন ফিল্মি দুনিয়া তার মেয়ের জন্য সঠিক জায়গা নয়।
হিন্দুস্তান টাইমস লিখেছে, মুম্বাইয়ে পডকাস্টারদের একটা অনুষ্ঠানে এসে শ্বেতা এ কথা বলেন।
শ্বেতার ছেলে অগস্ত্য নন্দার সিনেমায় অভিষেক হয়েছে কিছুদিন আগে। যোইয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'দ্য আর্চিস' সিনেমায় অভিনয় করেছেন অগস্ত্য।
আর মেয়ে নাভিয়া নাভেলি নন্দাকে কিছুদিন ধরে 'হোয়াট দ্য হেল নাভিয়া' শোর উপস্থাপনায় দেখা যাচ্ছে। তৃতীয় সিজনে গড়ানো এই পডকাস্টে নারীদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন অমিতাভের নাতনি।
শোতে মা শ্বেতা এবং নানি জয়া বচ্চনকেও একসঙ্গে এনেছেন নাভেলি। তিন প্রজন্মের তিন নারীর এক সঙ্গে বসে নারীর অর্থনৈতিক স্বাধীনতা, পেশা, ভালোবাসা, সন্তান লালন-পালন, বন্ধুত্ব, শরীর-মন, সমাজ নিয়ে মন খুলে করা ওই আলাপ ব্যাপক আলোচিত হয়।
শ্বেতা তার মেয়ের ক্যারিয়ার নিয়ে বলেন, "আমি মনে করি নাভেলি যা করছে তা দারুণ কাজ। আর এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা দুর্দান্ত উপায়ও বটে। আপনি যেখানেই যান না কেন সেখানেই পডকাস্ট শুনতে পারেন। যেমন গাড়ি, ট্রেনে বা বাসে বসেও শুনতে পারেন। এটা একটা দুর্দান্ত মাধ্যম।"
অনুষ্ঠানে শ্বেতার কাছে প্রশ্ন ছিল, পডকাস্টতো হল, নাভেলি সিনেমার পর্দায় আসছেন কবে?
উত্তরে শ্বেতা বলেন, "আমার মনে হয় ও যে কাজটা করছে, তাতে সুন্দরভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারছে, ওর হাতে এখন অনেক কাজ। হিন্দি সিনেমা নাভেলি ক্যারিয়ার গড়ার জন্য সঠিক পথ বলে আমার মনে হয় না।"
এর আগে নাভেলি নিজেও বলেছিলেন, সিনেমা নয়, তাদের চার পুরুষের পারিবারিক ব্যবসায় যুক্ত হতে চান তিনি।
কিছুদিন আগে সোশাল মিডিয়ায় এই শোয়ের একটি পর্ব শেয়ার করে প্রশ্ন করা হয় নাভেলি কখনো তার শোতে মামা অভিষেক বচ্চন, মামি ঐশ্বরিয়া রাই বচ্চন বা দাদু অমিতাভ বচ্চনকে ডাকবেন?
এই তরুণির জবাব ছিল, "এই শো আমার পরিবারের বাইরে নিয়ে যেতে চাই। আরও দারুণ দারুণ জিনিস দেখতে চাই। কথা বলতে চাই। বিভিন্ন অঙ্গনের মানুষের গল্প শুনতে চাই। জানতে চাই, তাদের জীবনে কী ঘটছে। বিশেষ করে আমি এবার একজন বিজ্ঞানী, একজন অ্যাথলিট বা অন্যান্য অঙ্গনের মানুষদের ডাকতে চাই।"