নতুন বছরের শুরুতে বাংলাদেশের আভিনেতা মোশাররফ করিমের ‘হুব্বা’ সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়। ফুলের মালা গলায় দিয়ে সঙ্গী-স্যাঙাতদের সঙ্গে নাচে-গানে গ্যাংস্টার শ্যামল ওরফে হুব্বার জীবনের কিছুটা তুলে ধরেছেন মোশাররফ। সুপ্রতিম সরকার ও ব্রাত্য বসুর কথায় কণ্ঠ দিয়েছেন শিলাজিৎ মজুমদার ও ধী মজুমদার। সংগীতায়োজন করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘হুব্বা’ আগামী ১৯ জানুয়ারি ঢাকা-কলকাতায় একসঙ্গে মুক্তি পাবে। মোশাররফ ছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসুসহ থিয়েটারের শিল্পীরা কাজ করেছেন। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামলের’ জীবনকাহিনী হল এই সিনেমার গল্প। হুব্বা ছিলেন হুগলি জেলার গ্যাংস্টার, যাকে ডাকা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’ নামে। এই 'হুব্বা' হয়েই পর্দায় আসছেন মোশাররফ।
Published : 02 Jan 2024, 09:07 PM