প্রথম বাংলা গান হিসেবে অস্কার মঞ্চে নমিমেশন পেয়েছে ইমন চক্রবর্তীর গান 'ইতি মা'।
Published : 04 Dec 2024, 05:24 PM
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা মৌলিক গানের শাখায় মনোনয়ন পেয়েছে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গান।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, গানের নাম 'ইতি মা'; এর মধ্য দিয়ে এই প্রথম বাংলা গান অস্কারের প্রতিযোগিতায় নাম লেখাল।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর। তবে কেবল ইমন নয় 'ব্যান্ড অফ মহারাজাস' সিনেমার পঞ্জাবি গান 'ইশক ওয়ালা ডাকু'ও সেরা মৌলিক গানের অস্কার জিততে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গানের সুরকার ভারতের বিক্রম ঘোষ।
ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত 'পুতুল’ সিনেমার ‘ইতি মা’ গানটি শিশু দিবস উপলক্ষে মুক্তি পায় ১৪ নভেম্বর। পথশিশুদের জন্য উৎসর্গ করা এই গানে সুর করেছেন সায়ন গঙ্গোপাধ্যায। অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় থাকা ৭৯টি গানের সঙ্গে প্রতিযোগিতা করতে হে ‘ইতি মা’ গানটি।
অস্কারে মনোনয়ন পাওয়ার অনুভূতি জানিয়ে ইমন বলেছেন, "এটি স্বপ্নের মত অনুভূতি। অস্কারের থেকে বড় কোনো অ্যাওয়ার্ড আছে বলে তো আমরা জানি না। সেখানে আমার গান প্রতিযোগিতা করছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। আমি কৃতজ্ঞ আমাদের সঙ্গীত পরিচালক এবং ছবির পরিচালকের প্রতি, যারা আমাকে এই সুযোগটি দিয়েছেন।"
রবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই ইমনের সংগীতের যাত্রা শুরু। তারপর কখনও ধ্রুপদী, কখনও আধুনিক, আবার কখনও লোকসঙ্গীতেও নিজের কণ্ঠ মেলে ধরেছেন।
২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমার গান ‘তুমি যাকে ভালবাসো’র জন্য শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন।
এর আগে গেল বছর মৌলিক গানের অস্কার জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’- সিনেমার ‘নাটু নাটু’ গানটি।