ক্যাটরিনার ছবি দেখে এক ভক্ত লিখেছেন, “এটা ডায়াবেটিস প্যাচ। ক্যাটরিনা ঠিক আছেন তো?”
Published : 08 Oct 2024, 10:37 AM
বলিউডে যেসব নায়িকাকে ঘিরে গুঞ্জন ঘুরপাক খেতে থাকে, তাদের মধ্যে একজন ক্যাটরিনা কাইফ। কখনো শোনা যায় তিনি অন্তঃসত্ত্বা, কখনো খবর আসে স্বামী-সংসার থেকে দূরত্ব বাড়াচ্ছেন।এবার খবর ছড়িয়েছে তিনি অসুস্থ।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, দিল্লির বিমানবন্দরে দেখা গেছে ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাচ, যা সাজগোজের অনুষঙ্গ হতে পারে না। ওই প্যাচ থেকে ভক্তরা অনুমান করছেন এটি স্বাস্থ্য সংক্রান্ত প্যাচ।
সাধারণত ডায়াবেটিসে আক্রান্তরা এই ধরনের প্যাচ ব্যবহার করেন।ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশটি ডায়াবেটিস সংক্রান্ত তথ্য জানিয়ে দেয় ব্যবহারকারীকে। যাতে রক্তে চিনি বেড়ে বা কমে গেলে দ্রুত পদক্ষেপ করা যায়। তাছাড়া, যারা ইনসুলিন ব্যবহার করেন তাদেরও সুবিধা হয় এই প্যাচ ব্যবহার করলে।
বিমানবন্দরে তোলা ক্যাটরিনার ছবি দেখে সোশাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, “এটা ডায়াবেটিস প্যাচ। ক্যাটরিনা ঠিক আছেন তো?”
“নায়িকা হয়ত নিজের ফিটনেস ট্র্যাক করার জন্য প্যাচ ব্যবহার করছেন”, বলেন আরো এক ভক্ত।
ক্যাটরিনা বরাবরই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। হার্ট রেট, ক্যালোরি এবং ঘুমের ওপর নজর রাখতেই এই গ্যাজেট ব্যবহার করছেন বলেও ধরে নিয়েছেন অনেক।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাটরিনাকে শেষ দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর পর্দায় তাকে দেখতে পাওয়া যায়নি। মাঝে জুলাই মাসে কেবল মুকেশ আম্বানির ছেলের বিয়েতে স্বামী ভিকি কৌশলকে নিয়ে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।তারপর নায়িকা উড়াল দিয়েছিলেন লন্ডনে।
আগামী বছরে এই নায়িকাকে ‘জি লে জারা’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় পর্দায় দেখা যাবে।