”বাবা-মার মনে হয়েছিল আমাদের নিজেদের ঘরে আমরা এই ধরনের অসুস্থতা দেখছি।”
Published : 10 Jan 2025, 09:50 PM
‘তারে জামিন পার’ সিনেমার মূল চরিত্র ঈশান ছিল স্নায়ুর বিকাশজনিত সমস্যায় আক্রান্ত, যাকে বলে ‘ডিসলেক্সিয়া’। বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকার পরও এই সমস্যায় আক্রান্ত শিশুদের সাবলীলভাবে পড়তে ও বানান করতে অসুবিধা হয়, যা হয়েছিল ঈশানেরও।
কেবল পর্দার ঈশান নয়, স্নায়ুর বিকাশজনিত এই সমস্যা আক্রান্ত ছিলেন বলিউড তারকা আমির খানের বড় ছেলে জুনাইদ খানও। ছেলের ওই সমস্যা আমির ধরতে পারেন তার পরিচালিত এবং অভিনীত সিনেমা ‘তারে জামিন পার’ এর চিত্রনাট্য পড়ার পর। আর তখন টনক নড়ে আমির এবং জুনাইদের মা রিনা দত্তের।
আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে নিজের শৈশবকালের এই সমস্যা নিয়ে কথা বলেছেন জুনাইদ।
তিনি বলেন, “আমার বাবা ‘তারে জামিন পার’ এর চিত্রনাট্য পড়ার পর চমকে গিয়েছিলেন, পরে তিনি ব্যাপারটা মাকে জানান। তাদের মনে হয়েছিল, আমাদের নিজেদের ঘরে আমরা এই ধরনের অসুস্থতা দেখছি।”
এরপরই আমির ও রিনা তাদের ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন।
জুনাইদ বলেন, “আমি সত্যিই ভাগ্যবান। বড় হয়ে ওঠার সময়ে এই রোগ আমার ওপর সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। কারণ চিকিৎসা হয়েছিল সময়মত।”
শৈশবের স্মৃতি মনে করে জুনাইদ বলেন, পড়াশোনা নিয়ে কখনোই তার বাবা-মা চাপ দেননি।
“কখনো এমন কোনো ফতোয়া ছিল না যে ক্লাসে প্রথম বা দ্বিতীয় হতে হবে। বরং আমাকে উৎসাহ দিয়ে বলা হয়েছিল, ‘যে কাজই করবে, মন দিয়ে করবে’।”
‘মহারাজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের সফর শুরু হয়েছে জুনাইদের। আগামীতে তাকে খুশি কাপুরের বিপরীতে ‘লাভইয়াপ্পা’ সিনেমায় দেখা যাবে।