সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুলের নতুন গান এসেছে ইউটিউবে। ‘তুমি আছো হৃদয়ে’ শিরোনামের গানটি মূলত তৈরি করা হয়েছে নাটকের জন্য। গানের কথা লিখেছেন রিজভী; সুর ও সংগীত আয়োজন করেছেন সজীব দাস। হাসিব হোসেন রাখি পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ নাটকের টাইটেল গান এটি। গানটি নিয়ে আশাবাদী কনা ও ইমরান দুজনেই। তাদের ধারণা দর্শকরা তাদের অন্যান্য গানের মতই এই গানটিও পছন্দ করবে। কয়েকদিন আগে এই জুটির ‘এক নজর না দেখলে তারে’ নামে আরও একটি গান প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়।
Published : 28 Feb 2024, 09:58 AM