আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুবি ডটকমে’ বিশ্বের নামিদামি নির্মাতাদের সিনেমার পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’ ।
সিনেমাটি মুক্তি পাবে আগামী মাসে। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সাজানো ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। প্রযোজনা করেছেন জসিম আহমেদ।
প্রযোজক গ্লিটজকে বলেন, “আর্টহাউস চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুবি ডটকম’ (mubi.com) - এ জ্যঁ লুক গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রঁসোয়া ক্রুফোর মত খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সিনেমার পাশাপাশি ‘বিউটিফুল, ইন্টারেস্টিং ও ইনক্রেডিবল’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ‘মায়ার জঞ্জাল’। সেই সঙ্গে বিভিন্ন উৎসবে ছবিটির অর্জন এবং কলাকুশলীদের তালিকাও তারা উল্লেখ রয়েছে।”
‘মুবি ডটকমের’ বাছাই প্রক্রিয়া নিয়ে জসিম বলেন, “মুবি ডটকমে কোনো ছবি জমা দেওয়া যায় না। কর্তৃপক্ষ বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে ঘুরে তাদের পছন্দমত ছবি বাছাই করে। ‘মায়ার জঞ্জাল’ যেহেতু কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছে, তারা সেসব উৎসব থেকে দেখে ছবিটি বাছাই করেছে।”
তবে এখনই সিনেমাটি দেখা যাচ্ছে না জানিয়ে জসিম বলেন, “আমরা মুবি ডটকমকে দুটো শর্ত দিয়েছি। প্রথমত যেদিন সিনেমা মুক্তি পাবে, সেদিনই কেবল স্ট্রিমিং শুরু করতে হবে। দ্বিতীয় শর্ত হল, মাত্র সাতদিন তারা স্ট্রিমিং করতে পারবে। এরপর বন্ধ করে দিতে হবে।”
চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ সিনোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপীয় প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে।
এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পায় ‘মায়ার জঞ্জাল’।
মায়ার জঞ্জালের মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। সিনেমায় তার চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। স্বামী বেকার, তাই সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেন সোমা।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।
দীর্ঘদিন পর অপি করিমের চলচ্চিত্রে ফেরা নিয়ে জসিম বলেন, “আমরা দীর্ঘ অডিশন প্রক্রিয়া শেষে সবগুলো চরিত্র বাছাই করেছি। তবে আমাদের প্রথম পছন্দ ছিলেন অপি করিম। সোমা চরিত্রে তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না বলে আমাদের মনে হয়েছে।”
ওয়েব সিরিজ তাকদীর, বলি, রিফিউজিসহ সিনেমা ‘হাওয়াতে’ কাজ করা অভিনেতা সোহেল মণ্ডলকে নিয়ে জসিম বলেন, “চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দারুণ প্রতিভা জসিমের আছে। সোহেল এখানে একজন চোরের চরিত্রে অভিনয় করেছে। অথচ এত দারুণভাবে চোর হতে পেরেছে যে দর্শক ওই চোরেরই প্রেমে পড়বে।”
সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়া আছেন কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়।
প্রযোজক জানিয়েছেন, ‘মায়ার জঞ্জাল’-এর মুক্তি উপলক্ষে কলকাতার শিল্পীদের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক।