‘বৈকুণ্ঠের খাতা’ আসছে ৫০তম মঞ্চায়নে

২০১১ সালের ২ জুন বৈকুণ্ঠের খাতা’র প্রথম মঞ্চায়ন হয়েছিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 06:58 PM
Updated : 18 August 2022, 06:58 PM

লোক নাট্যদল প্রযোজিত ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকের ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির সুবর্ণজয়ন্তীর মঞ্চায়ন হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৈকুণ্ঠের খাতা’ নির্দেশনা দিয়েছেন লোক নাট্যদলের সাধারণ সম্পাদক কামরুন নূর চৌধুরী।

সুবর্ণজয়ন্তী মঞ্চায়নের বিশেষ প্রদর্শনীতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এদিন নাটকটির কলা-কুশলীদের ৫০তম মঞ্চায়নের স্মারক প্রদান করা হবে।

কামরুন নূর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১১ সালের ২ জুন বৈকুণ্ঠের খাতা’র প্রথম মঞ্চায়ন হয়েছিলো। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে নাটকটি মঞ্চে আসে।”

বাংলাদেশের বিভিন্ন শহরে এবং একাধিকবার ভারতের ত্রিপুরা ও আসামে অনুষ্ঠিত উৎসবে নাটকটি মঞ্চস্থ হয়েছে বলেও জানান কামরুন নূর।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, জাহিদ চৌধুরী, মনিকা বিশ্বাস, বাসুদেব হালদার, নাদিত নূর চৌধুরী, সুধাংশু নাথ, মিনহাজুল হুদা দীপ, তানজিনা রহমান, তৌহিদুল ইসলাম, সাদেক ইসলাম প্রমুখ।

মঞ্চ পরিকল্পনা করেছেন জাহিদুর রহমান পিপলু, আবহ সঙ্গীত মুজাহিদুল হক লেনিন, আলোক পরিকল্পনায় সিরাজুল হোসেন।