৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি গেয়েছেন প্রীতম হাসান, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।
Published : 29 Mar 2025, 12:23 PM
‘চাঁদ মামার’ টিজারই ইঙ্গিত দিয়েছিল দুর্দান্ত নাচের গান হতে চলেছে এটি। প্রকাশ হওয়ার পর সেই ধারণা সত্যি হয়েছে। সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বারবাদের’ আইটেম সং ‘চাঁদ মামা’ প্রকাশ হয়েছে। যে গানে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে নাচে ঝড় তুলেছেন শাকিব।
৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি গেয়েছে প্রীতম হাসান, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের করা।
এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। সিনেমা পরিচালনা করেছেন মেহেদী হাসনা হৃদয়।