শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আসছেন মিথিলা।
Published : 03 Mar 2024, 12:55 PM
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা বিজ্ঞাপন ও নাটকের ক্যারিয়ারে দুই দশক পাড়ি দিলেও সিনেমায় তিনি মন দিয়েছেন গত কয়েক বছর ধরে। আর এই সময়ে কলকাতার সিনেমাতেই বেশি পাওয়া গেছে তাকে।
চলতি মাসে মিথিলার আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ নামের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আসছেন মিথিলা। ‘ও অভাগী’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী।
ফেইসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন মিথিলা।
প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মিথিলার ‘ও অভাগী’।
২০১৯ সালে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করলেও সেখানে মিথিলার প্রথম সিনেমা আসে ২০২২ সালে।
পশ্চিমবঙ্গের নির্মাতা শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ নামের ওই সিনেমায় সমালোচকদের কাছে মিথিলার কাজ প্রশংসা পেয়েছিল। এরপর গেল বছরে কলকাতাতেই মুক্তি পায় মিথিলার ‘নীতিশাস্ত্র’ ও ‘মায়া’।
এর মধ্যে বেশি প্রশংসিত হয় ‘মায়া’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজর্ষি দে।
এছাড়া বাংলাদেশে ২০২২ সালে মুক্তি পায় অনন্য মামুনের নির্মাণে মিথিলার ‘অমানুষ’।
গত বছর চরকির সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ কাজ করে আলোচনায় আসেন মিথিলা। আগামীতে গিয়াস উদ্দিনের সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ সিনেমায় খল চরিত্রে পাওয়া যাবে মিথিলাকে। এই সিনেমাটি রোজার ঈদে মুক্তির কথা রয়েছে।