“আমি তোমার কাছে অনেক কিছু আশা করি। নিজের জীবনে এমন কোনো কাজ করবে না, যা থেকে আমায় লজ্জা পেতে হয়।”
Published : 11 Dec 2023, 11:13 PM
শাবানা রাজার সঙ্গে মনোজ বাজপেয়ীর সম্পর্কটা কেবল সুখী দাম্পত্যের নয়। এ অভিনেতার ভাষ্য, শাবানা অভিনয় ছেড়ে দিলেও তিনিই তার সবথেকে বড় সমালোচক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনোজ। জানিয়েছেন, শাবানা রাজা কীভাবে তার অভিনয়ের চুলচেরা সমালোচনা করেছেন সবসময়।
সাক্ষাৎকারে মনোজ বলেন, “শাবানার অভিযোগ, যে আমি ওর সঙ্গে কোনোদিনই সিনেমার চিত্রনাট্য শেয়ার করি না। আসলে আমি শাবানাকে সারপ্রাইজ দিতেই পছন্দ করি। আমি চমকে দেওয়ার পরে ওর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকি।
“আমার কাছে শাবানার প্রশংসা ও সমালোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই শুধু আমি ওর সঙ্গে চিত্রনাট্য শেয়ার করি না এবং আর এটা নিয়ে ওর অনেক অভিযোগ। এ নিয়ে আমাদের মারামারিও হয়েছে।”
হনসল মেহতার এডিট রুমে স্ত্রী শাবানা রাজাকে 'আলিগড়' সিনেমাটি দেখানোর ঘটনা শেয়ার করে মনোজ জানান, “আমি যখন ভেতরে গেলাম তখন সিনেমা সবেমাত্র শেষ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, সিনেমা শেষ হয়ে গেছে? শাবানা আমার দিকে তাকালোও না, সোজা বেরিয়ে গেল।
“চার তলা থেকে নেমে একটা অটো নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে ও অনেক কেঁদেছে। তাই আমি ওর এই ধরনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকি।”
মনোজ জানান, কিছু সিনেমা নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন শাবানা; এমনকী কেঁদেছেনও।
এক সিনেমা দেখে বিরক্ত হয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমি তোমার কাছে অনেক কিছু আশা করি। নিজের জীবনে এমন কোনো কাজ করবে না, যা থেকে আমায় লজ্জা পেতে হয়।
“আমরা দিল্লি যেতে পারি বা আমরা তোমার গ্রামে ফিরে যেতে পারি, সেখানে গিয়ে থাকতে পারি। কিন্তু আমি এ ধরনের বিব্রতকর পরিস্থিতি চাই না।”