সুপারহিট সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘থ্রি ইডিয়টস’-এর অফার নিয়ে শাহরুখের কাছেই প্রথমে যান রাজকুমার। কিং খান তা ফিরিয়ে দিলেই সঞ্জয় দত্ত ও আমির খানকে বেছে নেন তিনি।
Published : 30 Dec 2023, 11:41 AM
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং নির্মাতা রাজকুমার হিরানি ‘ডানকি’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেও তাদের বন্ধুত্বটা পুরনো। এর আগেও একাধিক সিনেমার অফার নিয়ে নির্মাতা গিয়েছিলেন শাহরুখ খানের কাছে। সম্প্রতি এ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড বাদশা।
হিন্দুস্তান টাইমস লিখেছে, সুপারহিট সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘থ্রি ইডিয়টস’-এ কাজের প্রস্তাব নিয়ে শাহরুখের কাছেই প্রথমে যান হিরানি। কিং খান তা ফিরিয়ে দিলে প্রথম সিনেমার জন্য সঞ্জয় দত্ত এবং দ্বিতীয়টির জন্য আমির খানকে বেছে নেন তিনি।
সম্প্রতি সৌদি আরবের প্ল্যাটফর্ম এমবিসি গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়েছিলেন কাঁধের আঘাতের জন্য। আর অন্য এক সিনেমার সঙ্গে সময় মিলে যাওয়ায় তার ‘থ্রি ইডিয়টস’ করা হয়নি।
অভিনেতার কথায়, “আসলে আমরা বহু পুরনো বন্ধু। ও যখন পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছিল, তখন এডিটর হিসেবে কাজ করছিল। মুন্নাভাই এমবিবিএস নামের একটি সিনেমার গল্প লিখছিল। আমি তখন ‘দেবদাস’ সিনেমার শেষ দৃশ্য শুট করছি।
“তখন ও এসে আমায় বলে, ‘আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে।’ আমি ওকে বলি, ঠিক আছে, আমরা পরশু বসব এটা নিয়ে। আমি করব এই সিনেমাটা। ও তখন আমায় বলে, ‘তুমি ত গল্পটা শুনলেই না’। আমি ওকে বলি, মুন্নাভাই এমবিবিএস নামটাই তো ভীষণ সুন্দর।”
শাহরুখ জানান, তারা প্রায় ছয়-সাত মাস সিনেমাটি নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু একটা আঘাতের কারণে শিরদাঁড়ায় অস্ত্রোপচার করতে হয় তার। সে কারণে সিনেমাটি আর করতে পারেননি।
‘থ্রি ইডিয়টস’-এ কাজ না করার কারণ ব্যাখ্যা করে শাহরুখ বলেন, “সময়ের একটা সমস্যা হচ্ছিল। আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, কাস্টিং নিয়েও কথা হয়। কিন্তু সময় নিয়ে চাপ হয়ে যায়, কারণ আমার একটা সিনেমার শুটিং পিছিয়ে গিয়েছিল আমারই একটা আঘাতের করণে। আমি ওকে তখন বলি, সিনেমাটি করে নেওয়ার জন্য। তাই ওটাও হয়নি।”
রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ অভিনীত ‘ডানকি’ মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। এ সিনেমায় শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার।