“আমাদের পুত্রসন্তান এসেছে ঘর আলো করে। অদ্ভুত আনন্দ ও রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।”
Published : 20 May 2024, 05:29 PM
পুত্রসন্তানের মা-বাবা হলেছেন বলিউডি অভিনেত্রী ইয়ামি গৌতম এবং পরিচালক-প্রযোজক আদিত্য ধর।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই সুখবর দিয়েছেন তারা।
আনন্দবাজার লিখেছে, গত ১০ মে ছেলে হয়েছে ইয়ামির। আদিত্য ও ইয়ামি ছেলের নাম রেখেছেন বেদাবিদ।
যৌথ পোস্টে এই দম্পতি লিখেছেন, “আমাদের পুত্রসন্তান এসেছে ঘর আলো করে। অদ্ভুত আনন্দ ও রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।
“বাবা-মা হিসাবে আমরা নতুন যাত্রা শুরু করলাম। আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য অপেক্ষা শুরু হল। আশা করছি, সে জীবনে সফল হবে। এবং গোটা পরিবারের ও সারা দেশের গর্ব হয়ে উঠবে আমাদের সন্তান।”
হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামি ও আদিত্য।
ইয়ামি-আদিত্যর দুই থেকে তিনজন হওয়ার খবর আসে গত ফেব্রুয়ারি আসে। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমা মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে মা হওয়ার খবর জানিয়েছিলেন ইয়ামি।
সে সময় ইয়ামি বলেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশনধর্মী সিনেমা ‘আর্টিকেল ৩৭০’ এ শুটিং করেন তিনি। ওই সিনেমায় এ অভিনেত্রীকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এএনআই কর্মকর্তার চরিত্রে দেখা যায়। ‘আর্টিকেল ৩৭০’ প্রযোজনা করেন আদিত্য ধর।
গর্ভে সন্তান নিয়ে শুটিং করার অভিজ্ঞতাও সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ইয়ামি। বলেছিলেন, “অ্যাকশন দৃশ্যের সময় কতবার পড়ে গেছি, কতবার শরীরে চোট পেয়েছি। কিন্তু সবকিছু উপেক্ষা করেছিলাম। কারণ অ্যাকশনধর্মী কাজ আমাকে কেউ আগে দেয়নি। আমি দারুণ উপভোগ করেছি কাজটি।”
তবে গর্ভাবস্থার কথা কাউকে বুঝতে দেননি জানিয়ে ইয়ামি বলেন, “কপাল ভালো যে ঝুঁকির দৃশ্যগুলো আমি অন্তঃসত্ত্বা হওয়ার আগে শেষ করেছিলাম। তবে সাবধানে কাজ করেছি। শুটিং স্পটে চিকিৎসকদের একটা দল থাকত। তারা গোপনে আমার চিকিৎসা করেছেন। সেটের কাউকে বুঝতে দেননি। তবে প্রথমবার গর্ভ ধারণে অতিরিক্ত সাবধান থাকতেই হয়। যে কোনো কাজই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর হয়ে উঠছিল আমার জন্য।“
২০১২ সালে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। তারপর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু সিনেমাতেও অভিন করেছেন তিনি।