“মিডিয়া ইচ্ছে করে এই বিকৃতিগুলো করে। কীভাবে একটা জরুরি কথাকে রগরগে করে তোলে, সত্যিই অবাক হতে হয়।”
Published : 07 Sep 2024, 09:50 PM
ভারতীয় গায়ক অরিজিৎ সিংকে নিয়ে তার বক্তব্য সংবাদমাধ্যমে ‘ভুলভাবে’ তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন শিল্পী মৌসুমী ভৌমিক।
ফেইসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন মৌসুমী।
ঘটনার সূত্রপাত মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ শিরোনামের গানটিকে কেন্দ্র করে। ‘জিরো বিট’ নামের এক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এই চ্যানেলের অন্যান্য যেসব গান প্রকাশ হয়েছে তার বেশিরভাগই অরিজিৎ সিংয়ের গাওয়া।
গানটি নিয়ে মৌসুমী ফেইসবুকে বলেছিলেন, তার মনে হয়েছে অরিজিতের কণ্ঠে ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।
মৌসুমীর ওই পোস্ট ধরে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার এবং অনলাইন পোর্টাল সংবাদ প্রতিদিন লিখেছিল, “অরিজিতের কণ্ঠে ‘আমি শুনেছি সেদিন’ গান শুনে অসুস্থ বোধ করছেন মৌসুমী ভৌমিক এবং তার বমি বমি পাচ্ছে।”
দুই সংবাদমাধ্যমের এই প্রতিবেদনের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়ে মৌসুমী ফেইসবুকে নতুন একটি পোস্টে বলেন, “এখন আমার সত্যিই বমি বমি না শুধু, বমিই পাচ্ছে। মিডিয়া ইচ্ছে করে এই বিকৃতিগুলো করে। কীভাবে একটা জরুরি কথাকে রগরগে করে তোলে, সত্যিই অবাক হতে হয়।
“আমি স্পষ্ট করে বলছি, আমার পোস্টে আমি লিখেছিলাম, আমার ধারণা এটা এআই।
মৌসুমীর ভাষ্য হল, তিনি তার পোস্টে একবারও অরিজিতের নাম উল্লেখ করেননি। এছাড়া ‘ভুল ও বিকৃত’ সংবাদ প্রকাশের জেরে তার তুলনায় অরিজিতেরই 'ক্ষতি বেশি হচ্ছে' বলেও মন্তব্য করেছেন মৌসুমী।
তিনি বলেন, “এই ধরনের ঘটনা যে ঘটছে, আমি জানতাম না একেবারেই। এটা আমার যত না ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে অরিজিতের, কারণ আমি তো ঠিক ইন্ডাস্ট্রির মানুষ নই। তার মতন জনপ্রিয় এবং গুণী শিল্পীর নামে এই ধরনের খবর ছড়িয়ে পড়লে কী রকম ননসেন্স হতে পারে, আমি ভেবে আসলেই শঙ্কিত হচ্ছি।
“আমি ইন্ডাস্ট্রির বিশেষ কাউকে চিনি না, অরিজিতকেও না। আমি আমার গান এবং তার কণ্ঠ নিয়ে এই যে ছেলেখেলা, সে সম্পর্কে লিখেছিলাম। আমার মনে হয় একলা আমার না, তারও প্রতিবাদ করা উচিত।”
ক্ষমা প্রার্থনা করে এই শিল্পী বলেছেন, তিনি কোনোভাবেই অরিজিৎকে আঘাত করতে চাননি।
অরিজিতের গান শুনে 'অসুস্থবোধ' করছেন মৌসুমী