অর্জুনের নতুন সিনেমায় দুই নায়িকা

নায়িকা ঠিক হলেও সিনেমার নাম এখনও ঠিক হয়নি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 02:21 PM
Updated : 24 Nov 2022, 02:21 PM

রাকুল প্রীত সিং ও ভূমি পেডনেকারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি দিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার ওই ছবিটি পোস্ট করেন অর্জুন। তাতে তার সঙ্গে রাকুল প্রীত সিং ও ভূমি পেডনেকারকে দেখা গেছে।

ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, “সিনেমার শুটিং শেষের পথে, দুর্দান্ত সংযোগ আমাদের, পরিচালক বেশ মজার মানুষ, প্রযোজক নম্বর ওয়ান, সিনেমার নামটি শীঘ্রই প্রকাশিত হবে।
পোস্টে হ্যাশট্যাগ হিসাবে তিনি লিখেছেন, “নামটা আসলে কী?”

ওই পোস্টে পোস্টে আবার মন্তব্য করেছেন রাকুল। তিনি লিখেছেন, “আরে বাহ! তোমার ডানদিকের মেয়েটিকে আমি ভালোবাসি।”

একজন ভক্ত মন্তব্য করেছেন, “বাহ! শিরোনামের জন্য অপেক্ষায় রইলাম।” আরেকজন লিখেছেন, “আমার হার্ট বিট বেড়ে গেছে।”

অর্জুনকে সর্বশেষ দেখা গিয়েছিল তারা সুতারিয়ার বিপরীতে ‘এক ভিলেন রিটার্নস’ এ। তবে সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

আগামীতে ভূমির সঙ্গে অর্জুনকে দেখা যাবে ‘দ্য লেডি কিলার’ এ। এছাড়া পরিচালক আসমান ভরদ্বাজের ডার্ক কমেডি ‘কুত্তে’তে রাধিকা মদন, টাবু ও কঙ্কনা সেন শর্মার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন। সিনেমাটি আগামী বছরের ১৩ জানুয়ার মুক্তি পাবে।