নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান।
Published : 29 Nov 2024, 01:50 AM
দক্ষিণী অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করেছে। নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে একটি মামলা করেছে ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান।
দশ দিন আগে নেটফ্লিক্সে মুক্তি পায় অভিনেত্রী নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। অনুমতি ছাড়া ধানুশের সিনেমার ফুটেজ ওই তথ্যচিত্রে ব্যবহার নিয়ে শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, সম্প্রতি ধানুশের প্রযোজনা সংস্থা ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড নয়নতারা ও তার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে একটি মামলা দায়ের করে।
সেখানে অভিযোগ করা হয়, নেটফ্লিক্সে প্রচারিত নয়নতারার তথ্যচিত্রে ধানুশ প্রযোজিত 'নানুম রাউডি ধান' সিনেমার ভিডিও ব্যবহার করা হয়েছে।
হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ধনুশের আইনজীবীরা জানিয়েছেন, শুধু নয়নতারা নয়, ধানুশের অভিযোগ লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-র বিরুদ্ধেও। ওই কোম্পানি নেটফ্লিক্সের হয়ে ভারতয়ী কনটেন্ট নির্বাচন ও প্রযোজনা করে।
মাদ্রাজ হাই কোর্ট ইতোমধ্যে মামলাটি গ্রহণ করেছে।
এদিকে ধানুশের অভিযোগের প্রেক্ষিত গত ১৬ নভেম্বর নয়নতারা একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে অভিনেত্রী বলেন, তার এই তথ্যচিত্রটি প্রকাশে দুই বছর দেরি হওয়ার কারণ ধানুশ 'নানুম রাউডি ধান' সিনেমার ভিজ্যুয়াল ও অডিও ব্যবহার করার অনুমতি দিচ্ছিলেন না।
নয়নতারা লিখেছেন, "ডকুমেন্টারির ট্রেলারে তিন সেকেন্ডের একটি ভিডিও ব্যবহৃত হয়েছিল, যা আমরা নিজেরাই শুট করেছিলাম। তার পরও ধানুশ উকিল নোটিস পাঠান এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এটি তার একেবারে নিম্নমানের আচরণ। যে ব্যক্তিত্ব তিনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও তার মধ্যে নেই।"
নায়নতারা বলেন, "কপিরাইটের দিক থেকে ধানুশ আদালতে তার দাবির ন্যায্যতা আদায় করতে পারেন, তবে আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই, নৈতিকতার দিকটিও ঈশ্বরের আদালতে বিচার্য।"
প্রথমে নেটফ্লিক্স থেকে সিনেমাটি সরিয়ে দেওয়ার বার্তা পাঠান ধানুশের আইনজীবীরা। এবার মামলা করে বসল ধানুশের প্রতিষ্ঠান।
আরও পড়ুন: