‘নন্দিনী’ সিনেমার কাজ শুরু হয়েছিল পাঁচ বছর আগে।
Published : 10 Jul 2024, 08:16 AM
ঢাকা ও কলকাতার নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন বাংলাদেশের পরিচালক সোয়াইবুর রহমান রাসেল।
‘নন্দিনী’ নামের সেই সিনেমার শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। পরিচালক রাসেল বলেছেন ‘নন্দিনী’ মুক্তি পাবে অগাস্টের ২ তারিখে।
পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেছেন রাসেল।
তিনি বলেন, নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা 'নন্দিনী'।
রাসেল বলেছেন, নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে। আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক।
নানা চড়াই-উৎরাই পেরিয়ে ‘নন্দিনী’ মুক্তির প্রস্তুতি চলছে জানিয়ে রাসেল গ্লিটজকে বলেন, "২০১৯ সালের শেষ দিকে শুরু হয় নন্দিনী সিনেমার শুটিং। এক লট শুটিং হওয়ার পর মহামারী শুরু হয়ে যায়। প্রায় দেড় বছর বসে থাকতে হয়েছে সিনেমাটি নিয়ে। তারপর অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কয়েক বছরে যাবতীয় কাজ শেষে অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সেন্সর ছাড়পত্র অনেক আগেই পেয়েছি। এবার মুক্তির তারিখ পেলাম।"
রাসেল নাটক ও টেলিফিল্ম দিয়ে পরিচিতি পেলেও ‘নন্দিনী’ তার প্রথম সিনেমা।
তিনি বলেন, “‘নরক নন্দিনী’ উপন্যাস পড়ার পর মনে হল, এটি নিয়ে সুন্দর একটি সিনেমা নির্মাণ করা যেতে পারে। তারপর প্রস্তুতি নিয়েই নির্মাণে নামা। দীর্ঘ সময় পার হলেও মুক্তি পাচ্ছে, এটা ভালো লাগার। শিল্পীরা যথেষ্ট ভালো ছিলেন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল।"
এ সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের কথায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা।
ইন্দ্রনীল-মৌ ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর।
মুক্তি সামনে রেখে শিগগিরই ‘নন্দিনী’ সিনেমার পোস্টার, টিজার ও ট্রেইলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাসেল।