গল্পের ‘প্রয়োজনে’ সিনেমাটিতে বেশ কিছু দৃশ্য রয়েছে যা প্রাপ্তবয়স্কদের জন্য।
Published : 16 Nov 2024, 09:16 PM
মাসখানেক আগে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ গ্রেডে’ ছাড়পত্র পাওয়া ‘ভয়াল’ সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের শেষ নাগাদ।
পরিচালক বিপ্লব হায়দার জানিয়েছেন, ‘প্রাপ্তবয়স্কদের’ জন্য নির্মিত 'ভয়াল' প্রেক্ষাগৃহে আসছে আগামী ২৯ নভেম্বর।
এতে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।
হায়দার বলেন, “গল্পের প্রয়োজনে সিনেমাটিতে বেশ কিছু দৃশ্য রয়েছে যা প্রাপ্তবয়স্কদের জন্য। খুব যত্ন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক যতক্ষণ ভয়াল দেখবেন, গল্পের মধ্যে হারিয়ে যাবেন।”
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, " 'ভয়াল' ভিন্নধর্মী গল্প। সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ভয়াল একটা ভালো প্রভাব ফেলবে।"
অভিনেত্রী আইশা খান সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন।
তিনি বলেন, “পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।"
গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা।
তিনি বলেন, "প্রেম, রোমাঞ্চকর গল্পের সাথে ভয়াল সিনেমায় মা বাবার সাথে সন্তানের ভালোবাসা ও ফুটে উঠেছে। এতে বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করছি দর্শক নিরাশ হবেন না।"