‘মর্দানি’র আগের দুই কিস্তিতে দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের চরিত্রে দুবার পর্দা কাঁপিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া ঘরণী।
Published : 26 Aug 2024, 07:14 PM
কলকতার আর জি কর হাসপাতাল কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নারী শক্তির জয়গান তোলা সিনেমা ‘মর্দানি’র তৃতীয় কিস্তি আসছে।
আর এই সিনেমার মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের খাকি উর্দিতে ফিরবেন অভিনেত্রী রানি মুখার্জি। আগের দুই কিস্তিতে দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের চরিত্রে দুবার পর্দা কাঁপিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া ঘরণী।
হিন্দুস্তান টাইমস লিখেছে, সিনেমার ১০ বছর পূর্তি উপলক্ষে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, রানির নেতৃত্বে অ্যাকশন থ্রিলার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ চলছে।
সিনেমার প্রথম দুই কিস্তিতে নারী নির্যাতনের গল্প উঠে এসেছে। ‘মারদানি’ সিনেমায় ছিল নারী পাচারকারী চক্রের বিরুদ্ধে শিবানীর লড়াই এবং ‘মারদানি টু’-তে তার লড়াই একজন সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে।
দুই চিত্রনাট্যেই পুরুষ শাসিত সমাজে নারীর ভূমিকাকে নতুন মাত্রা দিয়েছিল রানির অভিনয়। যা অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে ধরে নেওয়া হয়।
তবে এবারের কিস্তি কে পরিচালনা করছেন, সে বিষয়ে কোনো তথ্য সামনে আনেনি যশরাজ ফিল্মস।
১৯৯৬ সালে বাংলা ‘বিয়ের ফুল’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় খাতা খোলেন রানী। সেখানে কলকাতার তারকাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিবদ্ধ হন মুম্বাইয়ে বাঙালি পরিবারের এই অভিনেত্রী।
আর বলিউডে তার প্রথম সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’। ওই সিনেমায় রানির অভিনয় প্রশংসিত হয়।
তবে রানি বলিউডে বাজিমাত করেন দ্বিতীয় ছবি ‘গোলাম’ দিয়ে। সেখানে আমির খানের সঙ্গে বড় পর্দায় ‘আদি কা খান্ডালা’ গানে তুমুল আলোচনায় আসেন তিনি। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’ করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানীকে।
গত এক দশক ধরে নিয়মিত নারীপ্রধান সিনেমায় অভিনয় করছেন রানী। সবশেষ বলিউডের নারী পরিচালক অসিমা ছিব্বরের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দেবিকার চরিত্রে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে।
বাণিজ্যিকভাবে সুপারহিট না হলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি, বিশেষ করে রানীর অভিনয়ের জয়জয়কার হয়েছে।