এই র্যাপারের কাাছে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন সাবেক প্রেমিকা।
Published : 21 Mar 2023, 10:27 PM
মার্কিন পপ তারকা ব্যাড বানির বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক প্রেমিকা কার্লিজ দে লা ক্রুজ হার্নান্দেজ।
বিবিসি জানিয়েছে, অনুমতি ছাড়া তার একটি রেকর্ডিং দুটি গানে ব্যবহারের অভিযোগ তুলে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন কার্লিজ।
কার্লিজের দাবি, ‘ব্যাড বানি বেবি’ গানটিতে তার রেকর্ড করা একটি লাইন বিনা অনুমতিতে ব্যবহার করেন বানি। বানি বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার আগে ২০১৫ সালে ‘ব্যাড বানি বেবি’র উক্তিটি তার ফোনে রেকর্ড করেছিলেন তিনি।
২০১৭ সালের ‘পা টি’ ও ২০২২ সালের ‘ডস মিল ১৬’ শিরোনামের দুটি গানে বাক্যটি ব্যবহার করেন এই র্যাপার। গত তিন বছর ধরে স্পটিফাইতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মার্কিন এই সংগীত শিল্পীকে।
এই মাসের শুরুতে পুয়ের্তো রিকোতে মামলাটি দায়ের করা হলেও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বানি, যার আসল নাম বেনিতো মার্তিনেজ অকাসিও।
২০১১ সালে প্রেমে জড়ানোর সময় এক সুপার মার্কেটে কাজ করতেন তারা। পাশাপাশি গানও গাইতেন একসঙ্গে।
তখনই এক বন্ধুর বাড়িতে ভয়েস নোট অ্যাপ ব্যবহার করে ‘ব্যাড বানি বেবি’ লাইনটির বেশ কয়েকটি সংস্করণ রেকর্ড করে তা বানিকে পাঠিয়েছিলেন বলে কার্লিজের দাবি।
বানি সেগুলো ‘পি টা’তে ব্যবহার করেছিলেন, যা ইউটিউবে এখন পর্যন্ত ৩৫ কোটি বারের চেয়ে বেশি এবং স্পোটিফাইয়ে ২৩ কোটি বারের বেশি দেখা হয়েছে।