“এই বড়দিনে আমি তোমাকে এমন একটি উপহার দিচ্ছি, যা তুমি কল্পনাও করনি।“
Published : 29 Dec 2024, 12:13 PM
সুকেশ চন্দ্রশেখর নামের যে ‘প্রতারক’ বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন ‘নরক বানিয়ে তুলেছিলেন’ সেই কারবন্দি এবার নায়িকাকে ভিনদেশের একটি আঙুর বাগান উপহার দিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছেন।
সুকেশ এই উপহার পাঠিয়েছেন বড়দিন উপলক্ষে। এর আগে কখনো ঘোড়া, পারস্যের বিড়াল, এমনকি প্রমোদতরীও জ্যাকুলিনকে উপহার পাঠিয়ে আলোচনায় এসেছেন সুকেশ।
এবার ওই তালিকায় যোগ হল ১০৭ বছরেরর পুরনো আঙুরের বাগান।
বলিউড হাঙ্গামা লিখেছে, বড়দিনকে ঘিরে জ্যাকুলিনকে পাঠানো সুকেশের লেখা একটি চিঠি নিয়েও চর্চা শুরু হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশতি ওই চিঠিতে দেখা গেছে, সুকেশ জ্যাকুলিনকে 'বেবি গার্ল' সম্বোধন করেছেন।
তিনি লিখেছেন, "তোমার থেকে দূরে থাকলেও তোমার সান্তা ক্লজ হতে আমাকে কেউ আটকাতে পারবে না। এই বড়দিনে আমি তোমাকে এমন একটি উপহার দিচ্ছি, যা তুমি কল্পনাও করনি। ভালোবাসার দেশ 'ফ্রান্স'র ১০৭ বছরের পুরোনো একটি আঙুরের বাগান, যেখানে একদিন তোমার হাত ধরে হাঁটার স্বপ্ন আমি দেখি।"
সুকেশের এই চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এই ঘটনাকে ভালোবাসার অদ্ভুত প্রকাশ বলেছেন। অনেকে আবার সুকেশের এই আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এ ব্যাপারে নিশ্চুপ আছেন জ্যাকুলিন।
দুই ব্যবসায়ীর কাছ থেকে ২১৫ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সুকেশকে ২০২১ সালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুকেশের অর্থ পাচারের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তখনই অভিনেত্রী জ্যকুলিনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
শ্রীলঙ্কা থেকে এসে ২০০৯ সালে বলিউডে এসে ক্যারিয়ার শুরু করা জ্যাকুলিনকে কয়েক দফায় ডেকে জেরা করেন ইডির গোয়েন্দারা। তখন থেকেই এ অভিনেত্রীর সাত কোটি রুপির সম্পত্তি অবরুদ্ধ করে রেখেছে ইডি।
প্রথমে অস্বীকার করলেও পরে এই অভিনেত্রী জানান, ২০১৭ সাল থেকে সুকেশের সঙ্গে তার পরিচয়। তিহার জেল থেকে সুকেশ যে তার সাথে যোগাযোগ রাখছিলেন, সে কথা তিনি স্বীকার করেন।
সুকেশের বিরুদ্ধে দেওয়া প্রথম অভিযোগপত্রে ইডি দেখিয়েছিল, চাঁদাবাজি করে পাওয়া অর্থ কী করে তিনি পাচার করেছেন। আর সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, সুকেশের কাছ থেকে অন্তত ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার পেয়েছেন জ্যাকুলিন, যার উৎস সেই পাচার হওয়া অর্থ।
ইডি বলছে, এসব উপহার যে সুকেশের অবৈধ অর্থে কেনা, অভিনেত্রী জ্যাকুলিন ‘তা জানতেন’। উপহারগুলো তাকে পৌঁছে দিতেন সুকেশের দীর্ঘদিনের সহকর্মী পিংকি ইরানি।
সুকেশের কাছ থেকে পাওয়া জ্যাকুলিনের দামি উপহারগুলোর মধ্যে রয়েছে বায়ান্ন লাখ রুপি দামের একটি ঘোড়া, নয় লাখ রুপির একটি পার্সিয়ান বেড়াল।
এই বলিউড তারকার পরিবারের সদস্যদেরও সুকেশ বিভিন্ন সময়ে উপহার পাঠিয়েছেন বলে উঠে এসেছে ইডির তদন্তে।
২০০ কোটি রুপি পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ফেঁসে যাওয়া জ্যাকুলিন এখন জামিনে মুক্ত রয়েছেন।
আরও পড়ুন:
ট্রাম্পকে সুকেশের চিঠি, জ্যাকুলিনের জন্য হলিউডে করবেন বিনিয়োগ