রেখা-ঐশ্বরিয়ার এই ছবি নিয়ে নতুন করে অভিষেকের সঙ্গে তার বিচ্ছেদ গুঞ্জন বেড়েছে।
Published : 01 Aug 2024, 10:01 PM
অনন্ত আম্বানির বিয়েতে শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে নয়, অভিনেত্রী রেখার সঙ্গে আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছেন বচ্চনদের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তার মেয়ে আরাধিয়া বচ্চন।
সেই ছবিতে ঐশ্বরিয়ার কানে কানে কিছু একটা বলতে দেখা গেছে রেখাকে। সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, শ্বশুরবাড়ি থেকে দূরত্ব বাড়িয়ে শ্বশুরের ‘সাবেক প্রেমিকার’ সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন ঐশ্বরিয়া?
আনন্দবাজার লিখেছে, রেখার সঙ্গে ঐশ্বরিয়ার ওই ছবি নিয়ে নতুন করে অভিষেকের সঙ্গে তার বিচ্ছেদ গুঞ্জন বেড়েছে।
আর ছেলের বউকে নিয়ে জয়া বচ্চনের পুরোনো একটি মন্তব্যও নতুন করে আলোচনায় এনেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
একটা সময় জয়া বলেছিলেন, ঐশ্বরিয়া তার সংসারে এসে মেয়ে শ্বেতার জায়গা পূরণ করেছে।
“পারিবারিক বা অন্য যো কোনো অনুষ্ঠানে ঐশ্বরিয়া অতিরিক্ত কথা বলে না। কারণ সে খুব ভালো করে জানে, কারা বচ্চন পরিবারের ভালো বন্ধু।”
তখন নাকি রেখার দিকে ইঙ্গিত করেই কথাগুলো জয়া বলেছিলেন।
১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘দো আনজানে’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন অমিতাভ ও রেখা। বলা হয়, একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়ে যান রেখা ও বিবাহিত অমিতাভ।
এরপর ‘আলাপ’, ‘গঙ্গা কি সুগন্ধ’ ও ‘রাম বলরাম’ এর মত একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছিল তাদের। সর্বশেষ এ জুটিকে ১৯৮১ সালের সিনেমা 'সিলসিলা'তে দেখা গিয়েছিল। সেই সত্তরের দশক থেকে অমিতাভ-রেখার ‘প্রেম’ নিয়ে আলোচনা-কথা-গল্পের চর্চার শেষ নেই।