কড়া নিরাপত্তার মধ্যেও ‘টাইগার ৩’ এর অ্যাকশন দৃশ্যের কিছু ছবি ফাঁস হয়েছে।
Published : 12 Mar 2023, 09:52 PM
শাহরুখ খানের ‘জওয়ান’র অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস হওয়ার পর এবার সালমান খানের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কড়া নিরাপত্তার মধ্যেও ‘টাইগার ৩’ এর অ্যাকশন দৃশ্যের কিছু ছবি ফাঁস হয়েছে। আর জওয়ানের মতো সেগুলোও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে নেটিজেনদের অনেকেই সিনেমায় ‘হাই অ্যাড্রেনালিন-পাম্পিং স্টান্ট’ সিকোয়েন্স দেখানো হচ্ছে বলে ধারণা করছেন।
বলিউড হাঙ্গামা এই খবর দিয়ে বলেছে, সিনেমার ফাঁস হয়ে যাওয়া ছবিগুলো দেখে ভক্তদের উত্তেজনা চরমে উঠেছে।
MegaStar #SalmanKhan Latest from the sets of #Tiger3 he is back with the bang now ready for the mission he is coming soon on Diwali 2023 Salman Bhai
— Being_Devil????SKF (@Devil_skf82) March 11, 2023
India's Biggest All Time Blockbuster Film Loding... #Tiger3 pic.twitter.com/VzMT5B9R1H
এক ভক্ত লিখেছেন, “টাইগার ৩ এর জন্য আর অপেক্ষা করতে পারছি না।” আরেক ভক্তের মতে, “অ্যাকশন দৃশ্যের একটা আরেকটাকে ছাড়িয়ে যাবে। ছবিগুলোই দেখেই বোঝা যাচ্ছে সিনেমার অ্যাকশন কতটা উন্নত! বক্স অফিস টুকরো টুকরো হয়ে যাবে। সবচেয়ে বড় মেগা অ্যাকশন ব্লকবাস্টার হবে “টাইগার ৩”। সালমানের জয় হোক।”
ফাঁস হওয়া ছবিগুলো সোশাল মিডিয়ায় নিমেষেই ছড়িয়ে পড়ার আরেকটি কারণ ক্যাটরিনা কাইফের বিপরীতে সালমানের প্রত্যাবর্তন।
২০২৩ সালের ১২ নভেম্বর দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’। এই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। ক্যামিও চরিত্রে ‘পাঠান’ হয়ে যোগ দেবেন শাহরুখ।