একটি একক, এবং বাকি দুটিতে আশা ভোঁশলের সঙ্গে গেয়েছেন বলিউডি সংগীত শিল্পী সোনু নিগম।
Published : 21 Jun 2024, 01:04 PM
আট দশক ধরে গান গেয়ে চলা ভারতীয় সংগীত শিল্পী আশা ভোঁশলে দীর্ঘদিন পর সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। এবং সেটি একটি বাংলা সিনেমার জন্য।
আনন্দবাজার লিখেছে, আশা তিনটি গান রেকর্ড করেছেন। একটি একক, বাকি দুটিতে তার সঙ্গে গেয়েছেন সোনু নিগম।
তিনটি গানেরই গীতিকার মনোজিৎ গোস্বামী, সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি।
চলতি মাসে মুম্বাইয়ে ‘পঞ্চম স্টুডিওতে’ গানগুলো রেকর্ড করেছেন আশা। রেকর্ডিংয়ে ৯১ বছর বয়সী এই শিল্পী সময় নিয়েছেন দুদিন।
মনোজিৎ বলেছেন, বর্ষীয়ান শিল্পীকে রাজি করাতেই নাকি ছয়মাস সময় লেগেছে।
মনোজিৎ বলেন, “২০১৩ সালে আশাজির সঙ্গে প্রথম কাজ করি। এরপর উনার সঙ্গে আট-দশটা কাজ করার সৌভাগ্য হয়েছে। দিদির শরীর ভাল নেই, কিন্তু উনি তারপরেও যে রাজি হয়েছেন, সেটা আমার পরম প্রাপ্তি।”
তবে কোন সিনেমায় গানগুলো ব্যবহার করা হবে, সে প্রসঙ্গে এখনই কোনো তথ্য দিতে নারাজ মনোজিৎ।
“শুধু বলতে পারি গানে একটি বিশেষ মুহূর্তে আশাজিকে পর্দায় দেখবেন দর্শক। এর আগে এ রকম ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে এটি দিদির অনুরাগীদের জন্য একটা বড় চমক হতে চলেছে। পাশাপাশি বাংলা গানে আশা-সোনু ডুয়েটও আনকোরা।”
নন্দিতা ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত এই গানগুলো শ্রোতারা কবে শুনতে পাবেন জানতে চাইলে সংগীত পরিচালক বলেছেন, সিনেমা মুক্তি পাবে আগামী ব্ছর। তবে বছরের শেষে গানগুলো প্রকাশ করা হতে পারে।
২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান নিয়েছেন আশা ভোঁশলে।
বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে সংগীতজীবনে পা রেখেছিলেন আশা ভোঁসলে। সময়টা ছিল ১৯৪৩ সাল। প্রথম প্লেব্যাক করেন মারাঠি ছবিতে।
এরপর ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবিতে ‘খাতু আয়া’ গানের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক জগতে তার যাত্রা শুরু। তিনি প্রথম এককভাবে হিন্দি গানে কণ্ঠ দেন ১৯৪৯ সালে।