“আশা করছি একদিন জিমকে নিয়ে তার অতীতের গল্প ভাবা হবে।”
Published : 26 Mar 2025, 03:23 PM
যে ‘পাঠান’ দিয়ে নিজের ক্যারিয়ার এবং মহামারীর পর বলিউডে সুবাতাস ফিরিয়েছিলেন বলিউডি তারকা শাহরুখ খান। তাতে নজর কেড়েছিলেন খল চরিত্রে জিমের ভূমিকায় অভিনয় করা জন আব্রাহাম।
এই সিনেমার আর কোনো সিরিজ আসছে কি না সেই আলোচনার মধ্যে আব্রাহাম বলেছেন, তিনিও আশা করছেন ‘জিমকে’ নিয়ে কিছু একটা ভাবা হবে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিরিজের সিনেমা চতুর্থ সিনেমা। অ্যাকশন থ্রিলার ঘরানার ওই সিনেমার জিমের অতীত নিয়ে তৈরি হতে পারে প্রিক্যুয়েল। অথবা স্পিন অব সিরিজও তৈরি হতে পারে।
আব্রাহামের কাছে প্রশ্ন ছিল প্রযোজক আদিত্য চোপড়ার এই বিষয়ে কোনো কথা হয়েছিল কী না।
জন বলেন, “তার (আদিত্য চোপড়া) মাথায় কী আছে, একমাত্র তিনিই জানেন। তবে হ্যাঁ, আমরা কিছু বিষয়ে আলোচনা করি। সত্যি বলতে, আমি নিজেও বিষয়টি নিয়ে পুরোটা জানি না।
“আমি চাই ব্যাপারটি বাস্তবে পরিণত হোক। তবে আশা করছি একদিন জিমকে নিয়ে তার অতীতের গল্প ভাবা হবে। বিষয়টা আকর্ষণীয়, তাই চাই এটি হোক।“
আব্রাহামের কথায়, বলিউড ইন্ডাস্ট্রিতে খুব সহজেই একঘেয়ে চরিত্রে ‘টাইপকাস্ট’ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
‘পাঠানের’ পর আর কোনো নেতিবাচক চরিত্রের প্রস্তাব পেয়েছেন কী না প্রশ্নে জন রসিকতা করে বলেন, “দক্ষিণ থেকে, উত্তর থেকে, পূর্ব থেকে, সব জায়গা থেকে প্রস্তাব এসেছে।”
তমাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে সেসব প্রস্তাব ফিরিয়েও দেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
“ আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যেমন সহজে হ্যাঁ বলতে পারো, তেমনি সহজে না বলাও শিখতে হবে।“
বাবার শিক্ষায় তাই সহজে না বলে দিতে আব্রাহামের কোনো দ্বিধা হয় না বলে ভাষ্য তার।