“অভিনয়ে আসার পর মূল কাজের বাইরে অন্য যে কোনো কিছুকে বড় করে ভাবা হলে আসল কাজটি হারিয়ে যায়।"
Published : 22 Dec 2024, 03:02 PM
নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাজের ধরনের সঙ্গে তাদের প্রজন্মের তুলনা টেনে ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, অভিনয়ে আসার পর মূল কাজের বাইরে অন্য যে কোনো কিছুকে বড় করে ভাবা হলে আসল কাজটি ‘হারিয়ে যায়’।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শর্মিলা হালের শিল্পীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সিনেমার বাজেট কীভাবে বেড়ে যায়, তিনি ইঙ্গিত করেছেন সে বিষয়েও।
শর্মিলা বলেছেন, রূপটান শিল্পীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, এখনকার অভিনেতারা নাকি তাদের মেকআপ ভ্যান কতটা বড় করা যায়, তা নিয়েও ‘প্রতিযোগিতায় নামেন’।
শর্মিলার কথায়, ‘‘এসব নিয়ে মাতামাতি করলে অভিনয় থেকে শিল্পীরা আসলে দূরে সরে যান। যা তাদের ক্যারিয়ারকেই মূলত ক্ষতিগ্রস্ত করে।“
নতুন প্রজন্মের অনেকেই শুটিংয়ের সময়েই নিজস্ব মেকআপ টিম নিয়ে সেটে কাজ করেন।
শর্মিলার মনে করেন এই প্রবণতা থেকে সার্বিকভাবে ব্যয়ভার বৃদ্ধি পায় বলে এক জন শিল্পীকেও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করতে হয়।
তাদের সময়ের আবহ বোঝাতে শর্মিলা বলেন, “আমি যখন ‘আরাধনা’র জন্য পুরস্কৃত হই, তখন নার্গিস এবং ওয়াহিদা রহমান দর্শকাসনে। মঞ্চে গান গেয়েছিলেন কিশোর কুমার। তখন পুরো বিনোদন জগৎ উদযাপনে শামিল হত।“
এই প্রসঙ্গে বর্তমান সময়ের উদাহরণ দিয়েছেন শর্মিলা। তিনি বলেন, “এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেউ হয়ত দেরিতে আসেন। প্রথম সারির অভিনেতাদের জন্য আলাদা জায়গা থাকে। তার থেকেও বড় বিষয়, এই ধরনের অনুষ্ঠানে কেউ কারো সঙ্গে কথা বলেন না! পুরস্কার না পেলে অনেকে উপস্থিতও হন না।“
প্রায় ১৩ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন শর্মিলা। গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। আগামী বছর শর্মিলা অভিনীত নতুন বাংলা সিনেমা ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বহুকাল আগে কিংবদন্তি নির্মাতা সত্যজিত রায়ের হাত ধরে ‘অপুর সংসার’ দিয়ে চলচ্চিত্রে এসেছিলেন কিশোরী শর্মিলা। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অপু চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর অপর্ণা চরিত্রে ১৩ বছর বয়সে প্রথমবার পর্দায় হাজির হন শর্মিলা।
সত্যজিতের ‘অপুর সংসার’ করার পর শর্মিলাকে আর পেছনে তাকাতে হয়নি। ‘কাশ্মীর কী কলি’র মধ্য দিয়ে বলিউডেও নিজের জায়গা করে নেন তিনি।
এরপর একে একে অভিনয় করেন ‘অনুপমা’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’, ‘আরাধনা’, ‘দাগ’, ‘চুপকে চুপকে’র মত সুপারহিট সিনেমায়।