২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আর্থ ফটো প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া ছবিগুলো
এবারের প্রতিযোগিতায় ‘ক্লাইমেট অ্যকশন’ বিভাগে সেরার পুরস্কার জিতেছেন ইতালির জীববিজ্ঞানী ও আলোকচিত্রী এমিলিও মানকুসো। ইতালির নলিতে সমুদ্র তলদেশে কাচের গোলকে চাষাবাদ নিয়ে গবেষণা করছে ‘নিমোস গার্ডেন’ নামের একটি কোম্পানি। সেই  ‘নিমোস গার্ডেন’ ঘিরে আশ্রয় নেওয়া সার্ডিন মাছের ঝাঁক তার ছবির বিষয়বস্তু।