তুরাগ ভরাটে ডম-ইনোর ৯ কর্মীর জেল-জরিমানা

সিমেন্ট মেশানো বর্জ্য দিয়ে তুরাগ নদী ভরাটের কারণে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ডম-ইনো ডেভলপমেন্টস লিমিটেডের কয়েকজন কর্মীকে সাজা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 12:11 PM
Updated : 4 Feb 2020, 12:11 PM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ-বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, আবাসন খাতের প্রতিষ্ঠান ডম-ইনো বেশ কিছু দিন ধরে সিমেন্ট মিশ্রিত বর্জ্য তুরাগ নদীতে ফেলছিল। এই বর্জ্য ফেলার ফলে নদী ভরাট হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

“আজকে তাদের আমরা বর্জ্য ফেলা অবস্থায় ধরে ফেলি এবং তাদের কয়েকজন কর্মীকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি।”

পরিবেশ আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আরিফ বলেন, ডম-ইনোর নয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে দুই বছরের, একজনকে ৬ মাস, আরও একজনকে ৪ মাস আর বাকি দুই জনকে ৩ মাস করে সাজা দেওয়া হয়েছে।

এছাড়া বাকি চারজনের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।