নদীর জমি জনগণের: নদী রক্ষা কমিশন

নদীর জমির মালিক জনগণ বলে মন্তব্য করেছেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 07:45 PM
Updated : 22 Sept 2019, 07:45 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আয়োজিত  ‘বাংলাদেশের পানি দূষণ রোধে ইটিপি ফর্মুলা বাস্তবায়ন বাদ্ধতামূলক করণ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিশ্ব নদী দিবস উপলক্ষে এ সভায়  নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার বলেন, “নদীর জমি জনগণের জমি এবং এটি হস্তান্তর অযোগ্য।”

তিনি বলেন, “পৃথিবীতে বায়ু দূষণের মাত্রা বিবেচনায় বাংলাদেশে এর হার ০.০২ শতাংশ। দূষণের বাকিটা উন্নত দেশগুলোর ফলে হয়ে থাকে। বায়ু দূষণের মাত্রা সহনশীল হলেও আমরা পানি দূষণ রোধ করতে পারছি না, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক।”

অনুষ্ঠানে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, “৪৮ বছরে যে জায়গাটি রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত ছিলো, সেই জায়গাটিতে আমরা আসলে যেতে পারিনি।

“সবুজ আন্দোলন ২০ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, আমরা তরুণরাই পরিবেশ বিপর্যয়মুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবো”

নদী দূষণ রোধে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনাও তুলে ধরে তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী ইনামুল হক, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, এনডিএমের দপ্তর সম্পাদক নুরুজ্জামান হীরা, সংগঠনের মহাসচিব এম মিজানুর রহমান, যোগাযোগ বিষয়ক পরিচালক মোবারক হোসেন, কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবুবকর ছিদ্দিক ও পরিচালক আলহাজ্ব আলমগীর হোসেন প্রমুখ।

মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে ১৯৮০ সাল থেকে সেপ্টেম্বর মাসের চতুর্থ  রোববার বিশ্ব নদী দিবস পালন করা হয়ে আসছে।