সিটি ভোটে থাকছে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

ঢাকার দুই সিটির ভোট পর্যবেক্ষণ করবেন ৬৭ জন বিদেশি পর্যবেক্ষক। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 05:37 AM
Updated : 29 Jan 2020, 05:37 AM

ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, সাতটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন। 

যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, নেদারল্যান্ডসের ৬ জন, ডেনমার্ক ২ জন, নরওয়ের ৪ জন এবং ইউরোপীয় ইউনিয়ন ৫ জন পর্যবেক্ষক সিটি ভোট পর্যবেক্ষণ করতে পারেন। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গত ২০ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।  

সেদিন তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্থানীয় সরকারের এ নির্বাচন পর্যবেক্ষণ করবে। যারা পর্যবেক্ষক হিসেবে আসবেন, তারা মূলত কূটনৈতিক কোরের সদস্য। নির্বাচনের দিন তারা মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন।

এছাড়া ১০১৩ জন্য দেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের কয়েক হাজার  সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইভিএমে। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।