Please provide search keyword(s)
জ্যেষ্ঠ প্রতিবেদক,
Published: 05 Feb 2020 12:13 PM BdST Updated: 05 Feb 2020 12:29 PM BdST
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে শনিবার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারশূন্য একটি বুথ। ছবি: মোস্তাফিজুর রহমান
নির্বাচন কমিশনের নির্বাচন প্রশাসন শাখা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী মঙ্গলবার এই গেজেটে প্রকাশ করে।
দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত থাকায় সেই ওয়ার্ড বাদ দিয়ে এই গেজেট প্রকাশ হয়েছে।
নিয়ম অনুযায়ী, এই গেজেটের ভিত্তিতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সরকার।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে এই নির্বাচনে ভোটগ্রহণ হয় ইভিএমে। ঢাকা উত্তরে ২৫ শতাংশ এবং দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়ে।
পুরনো খবর
ঢাকায় ভোটার খরার ভোটে নৌকার জয়
ঢাকা সিটি ভোটের সব খবর