নির্বাচন

ঐতিহ্য ধরে রেখে আধুনিক ঢাকার প্রতিশ্রুতি ইশরাকের ইশতেহারে
পুরান ঢাকার ঐতিহ্য সমুন্নত রেখে ‘আধুনিক বাসযোগ্য ঢাকা’ গড়ে তোলার ১৬ দফা প্রতিশ্রুতিতে নির্বাচনী ইশতেহার সাজিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে শনিবার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারশূন্য একটি বুথ। ছবি: মোস্তাফিজুর রহমান
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের চার দিনের মাথায় মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ হয়েছে ।
বিজয়নগরের ঢাকা সরকারি বধির হাই স্কুলে মঙ্গলবার ভোটারদের জানার জন্য ইভিএম ব্যালট যন্ত্র প্রদর্শন করা হয়। ছবি: মাহমুদ জামান অভি
একাদশ সংসদ নির্বাচনে সংসদে ইভিএমের কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ৫১%,  চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ২৩% ভোট পড়েছে। পাঁচ বছর আগে ঢাকা উত্তরে ৩৭% ও দক্ষিণে ৪৮% ভোট পড়েছে। এবার ইভিএমে উপস্থিতি কেমন থাকবে?
গণভবনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
গত কয়েকটি নির্বাচনে ভোটারদের অনাগ্রহের প্রেক্ষাপটে এবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের বড় বিজ্ঞাপন ছিল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
৩০ শতাংশের কম ভোট পড়তে পারে, ধারণা সিইসির
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার ৩০ শতাংশের নিচে থাকতে পারে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
ঢাকা উত্তরে বিজয়ী আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পৌনে দুই লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম শনিবার সকালে উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের আশাবাদ প্রকাশ করেন। ছবি: আসিফ মাহমুদ অভি
উপনির্বাচনে জিতে মেয়র হলেও এক বছরও পদে থাকতে পারেননি আতিকুল ইসলাম, সময় ফুরিয়ে যাওয়ায় তার আগেই চলে আসে নতুন নির্বাচন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস শনিবার সকালে ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: মাহমুদ জামান অভি
সংসদ সদস্য, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতৃত্ব দিয়ে আসার পর মেয়র হলেন শেখ ফজলে নূর তাপস।