ঢাকার সিটি ভোট দেখবেন সহস্রাধিক পর্যবেক্ষক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট পর্যবেক্ষণে ইসির অনুমতি পেয়েছেন বিভিন্ন সংস্থার অন্তত ১০১৩ জন পর্যবেক্ষক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 06:34 PM
Updated : 19 Jan 2020, 07:11 PM

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন রোববার জানান, নির্ধারিত সময়ে ২২টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা থেকে আবেদনপত্র পাওয়া গেছে।

স্থানীয় সরকারের এ নির্বাচন পর্যবেক্ষণে উত্তর সিটি করপোরেশনে এসব সংস্থার ৫০৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫৭ জন এবং কেন্দ্রীয়ভাবে আরও ৫৩ জনের পর্যবেক্ষণের আবেদন অনুমোদন করা হয়েছে।

দেশি পর্যবেক্ষক সংস্থা ছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের কিছু আবেদনও আসবে বলে ইসির জনসংযোগ কর্মকর্তারা জানান।

আগামী ১ ফেব্রয়ারি ঢাকার দুই সিটিতে  এই নির্বাচনে ভোটার সংখ্যা অর্ধ কোটির বেশি।  প্রায় ২৪ হাজার কেন্দ্রে ইভিএমে এই ভোট হবে।

দুই সিটিতে এবার ১৩ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে সব মিলিয়ে সাড়ে সাতশ প্রার্থী রয়েছেন।

কাদের কত পর্যবেক্ষক

 

উত্তর

দক্ষিণ

কেন্দ্রীয়

জানিপপ

 ৩০ জন

৩০ জন

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

 ৭৫ জন

৫৪ জন

 

এসডাপ

৩ জন

---

 

কর্মায়ন

--

৫৪

 

ফোরাম ফর ডেভেলপমেন্ট এসো.

২১ জন

২০ জন

 

সমাজ উন্নয়ন প্রয়াস

১৫ জন

---

 

বামাসপ

৫ জন

--

 

বিবি আছিয়া ফাউন্ডেশন

৭৫ জন

৫৪ জন

 

ডরপ

৫ জন

৫ জন

 

আসক

৫০ জন

৫০ জন

 

রিহাফ

৭৫ জন

৫৪ জন

 

ওয়াইএইচআরআইএফবি

৪৬ জন

৫০ জন

 

তৃণমূল উন্নয়ন সংস্থা

১৮ জন

---

 

মওসুস

১০ জন

৫ জন

 

এসো. ফর সোশাল ডেভে. অব বাংলাদেশ

--

--

২ জন

হিউম্যান রাইটস ডিজ. এ্যান্ড ডেভে.

---

২০ জন

 

মুভ ফাউন্ডেশন

---

---

১২ জন

এলআরবি

---

৭ জন

 

পিডিও

---

---

৭ জন

বিএমবিএস

--

--

৭ জন

আইইডি

---

---

৮ জন

কোস্ট ট্রাস্ট

---

---

২৪ জন

 

 

 

 

২২টি সংস্থা

৫০৩ জন

৪৫৭ জন

৫৩ জন

 

 

 

 

ইসি কর্মকর্তারা জানান, নীতিমালা মেনে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন অনুমতি পাওয়া পর্যবেক্ষকরা। সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়ার জন্যও আবেদন চাওয়া হয়েছে। এবার ঢাকায় কয়েকহাজার গণমাধ্যমকর্মী থাকতে পারেন ভোট পর্যবেক্ষণে।

ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ র্কাযক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটের পাঁচ দিন আগে  ২৭ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সিনিয়র সচিবের কাছে  আবেদন করতে হবে।

এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে সংবাদ মাধ্যমের নিউজ এডিটর/চিফ রিপোর্টারের আবেদন এবং সংশ্লিষ্ট সাংবাদিক ও সাপোর্ট স্টাফদের (মিডিয়া) পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে পিআইডির অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপিসহ আবেদন করতে হবে।

যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে ‘যৌক্তিক সংখ্যক’ সাংবাদিকের জন্য পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করা হবে।