একক মাসের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও প্রবৃদ্ধি বজায় রয়েছে।
Published : 22 Oct 2023, 10:09 AM
বিদেশে পণ্য রপ্তানির ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখে সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে ৪৩১ কোটি ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩৭ শতাংশ বেশি। ২০২২-২০২৩ অর্থবছরের সেপ্টেম্বরে যা ছিল ৩৯০ কোটি ৫০ লাখ ডলার।
রোববার গত সেপ্টেম্বরের রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, একক মাসের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও প্রবৃদ্ধি বজায় রয়েছে। এসময়ে মোট রপ্তানিতে ৯ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মোট আয় হয়েছে ১ হাজার ৩৬৮ কোটি ৫৪ লাখ ডলার।
তবে গত মাসে রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হলেও তা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কম। সেপ্টেম্বরে ৪৬৩ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।
মোট রপ্তানির মধ্যে বরাবরের মতো এবারও প্রধান পণ্য তৈরি পোশাক থেকে বেশি আয় এসেছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ০৭ শতাংশ। এসময়ে মোট রপ্তানি হয়েছে এক হাজার ২৭ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)