বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী গড়তে ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় এসব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন।
গোপালগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, পাবনা, নরসিংদী, সিরাজগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, গাজীপুর, শেরপুর, টাঙ্গাইল, লালমনিরহাট ও কিশোরগঞ্জে এসব কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো।
এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুটি নির্মিত হয়েছে চট্টগ্রামের রাউজান ও সন্দ্বীপ উপজেলায়। দেশের অন্যান্য স্থানে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আদলেই চট্টগ্রামের দুটি তৈরি করা হয়েছে বলে জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো প্রতিটি দেড় একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে।
পরিকল্পনায় ১০টি প্রশিক্ষণ কোর্স রাখা হয়েছে। শুরুতে প্রতিটি কেন্দ্রে থাকবে ছয় থেকে সাতটি করে কোর্স।
বিদেশগামীদের প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আগে থেকেই ছিল। এর সঙ্গে চট্টগ্রামে নতুন এই দুইটি কেন্দ্র যুক্ত হচ্ছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী আরও দুইটি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে নির্মাণের পরিকল্পনা আছে।
জহিরুল জানান, নতুন নির্মিত দুইটি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে চট্টগ্রামের রাউজানেরটিতে থাকবে ইলেকট্রিক্যাল, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ড্রাইভিং উইথ অটো মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, মেশিন টুলস অপারেশন, গার্মেন্টস কোর্স।
আর সন্দ্বীপেরটিতে এসব কোর্সের সাথে বাড়তি আছে সিভিল ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন কোর্স। তবে থাকছে না গার্মেন্টেস কোর্সটি।
তবে চাহিদার ওপর ভিত্তি করে কোর্স সংখ্যা কমানো ও বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
মাত্র ৪৮ টাকা ফি দিয়ে প্রশিক্ষণার্থীরা এসব প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে বিনামূল্যে তিন মাস মেয়াদী এসব কোর্স করতে পারবেন।
আগামী অক্টোবর মাস থেকে নতুন নির্মিত এসব প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স শুরু হওয়ার আশা করেন বিএমইটি উপ-পরিচালক জহিরুল।