বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

এতদিন তিনি ছিলেন সহকারীর দায়িত্বে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2022, 06:31 PM
Updated : 6 Oct 2022, 06:31 PM

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসা নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ এখন মুখপাত্রের পুরো দায়িত্ব পেলেন।

সহকারী হিসেবে তিনি সঙ্গে পাচ্ছেন অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানমকে।

বৃহস্পতিবার এক অফিস আদেশে এই দায়িত্ব বণ্টন হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নতুন নিযুক্ত মুখপাত্র আবুল কালাম আজাদ।

চার বছরের বেশি সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পর নির্বাহী পরিচলক মো. সিরাজুল ইসলাম গত ৪ অক্টোবর অবসরে যান। ২০১৮ সালের জুলাই মাস থেকে তিনি ওই দায়িত্ব সামলে আসছিলেন।

সিরাজুল ইসলামের অবসরের পর সেই দায়িত্ব আবুল কালাম আজাদকে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

আবুল কালাম আজাদ ১৯৯২ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।