গাড়ি ও টায়ার তৈরিতে কর মাফ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015 09:25 PM BdST Updated: 04 Jun 2015 09:25 PM BdST
আমদানি ব্যয় কমিয়ে কর্মসংস্থান বাড়াতে ভারী শিল্প হিসেবে দেশে গাড়ি এবং টায়ার তৈরির কারখানা স্থাপনে কর অব্যাহতি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পরস্পর সম্পর্কিত এই দুটি শিল্পের জন্য কর অব্যাহতির প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “এদেশে গাড়ির ব্যাপক চাহিদা, এখাতে আমদানি ব্যয় হ্রাস এবং দেশীয় জনশক্তি কাজে লাগিয়ে সহজলভ্য গাড়ি প্রস্তুত ও এর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ভারী শিল্প হিসেবে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং খাতে কর অবকাশ সুবিধা প্রদানের প্রস্তাব করছি।”
একইসঙ্গে টায়ার আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয়ে যানবাহনের টায়ার তৈরির কারখানার জন্যও একই প্রস্তাব রাখেন মুহিত।
“দেশের শিল্পায়ন, পরিবহন খাতের চাহিদা ও কর্মসংস্থানের স্বার্থে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নতুন প্রতিষ্ঠিত টায়ার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে কর অবকাশ সুবিধা প্রদান করার প্রস্তাব করছি।”
অটোমোবাইল খাতের বিকাশের জন্য বাজেটে গাড়ি ও টায়ার তৈরি শিল্পের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
প্রতিবছর ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার গাড়ি আমদানি হয়, যার ৮০ ভাগই পুরনো গাড়ি। আর গাড়ির যন্ত্রপাতির ব্যবসা রয়েছে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকার।
-
৩ কোটি টিকা কিনতে মন্ত্রিসভা কমিটির অনুমোদন
-
মাসে হাজার মণের বেশি কাঁচা পাট মজুদ করা যাবে না
-
মহামারীতে সরকারি ব্যয় কমেছে, সংসদে তথ্য
-
উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার আহ্বান শিল্পমন্ত্রীর
-
সাড়ে ৬ মাসেই গত অর্থবছরের ৭৭% রেমিটেন্স
-
দেশি মাছের উৎপাদন বাড়াতে চাই গবেষণায় নতুনত্ব: মন্ত্রী
-
সুবিধাবঞ্চিদের জন্য বিশ্বব্যাংকের আরও ৬৫ লাখ ডলার
-
রেমিটেন্সের টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণোদনা বাড়ানোর পরামর্শ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড