বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ এই প্রথম ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 04:53 PM
Updated : 25 August 2021, 04:53 PM

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি ঋণের অর্থ ছাড় দেওয়ায় রিজার্ভের এই ‍উল্লম্ফন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসেবে ১২ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।

সিরাজুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএমএফ বাংলাদেশকে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। সেই ঋণের উপর ভর করে রিজার্ভ এই প্রথম ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।”

গত সোমবার আইএমএফ জানিয়েছে, মহামারীর সঙ্কট মোকাবেলায় তারা এবছর ১৯০টি সদস্য দেশের জন্য সংস্থার নিজস্ব মুদ্রার মজুদ থেকে ইতিহাসে সর্বোচ্চ ৬৫০ বিলিয়ন ডলার সমমানের এসডিআর (স্পেশাল ড্রইং রাইটস) ঘোষণা করেছে।

এই ৬৫০ বিলিয়ন এসডিআরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১০২২ দশমিক তিন মিলিয়ন এসডিআর বা ১ দশমিক ৪৫ বিলিয়ন ইউএস ডলার। প্রতি ইউনিট এসডিআর ১ দশমিক ৪১৯ ডলার হিসাব করে।  

বাংলাদেশের রিজার্ভ মূলত সমৃদ্ধ হচ্ছিল প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভিত্তি করে। তবে গত জুলাই মাসে রেমিটেন্স কমেছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে রেমিটেন্স জুন মাসের তুলনায় ২৮ শতাংশ কম এসেছে।

জুলাইয়ে রেমিটেন্স এসেছে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার। জুন মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

রপ্তানির তথ্যে দেখা যাচ্ছে, ২০২১ সালের জুলাই মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩৪৭ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২০ শতাংশ কম।