কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মাঈন উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন সচিব বিভাগের মহাব্যবস্থাপক মাঈন উদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 11:55 AM
Updated : 18 Nov 2020, 11:55 AM

গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মচারী আদেশে তাকে এই পদে পদোন্নতি দিয়ে বরিশাল অফিসে বহাল করা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাঈন উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি থেকে বি কম (অনার্স), এম কম এবং পরবর্তীতে এমবিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস, খুলনা অফিস, প্রধান কার্যালয়ের হিসাব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং সচিব বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ডেপুটেশনে অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) সচিব পদেও দায়িত্ব পালন করেন।

মাঈন উদ্দিনের জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি।