অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশের  অবকাঠামো খাতে বিনিয়োগ তহবিলের জন্য পাঁচ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 02:05 PM
Updated : 10 Sept 2020, 02:05 PM

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় মনমোহন প্রকাশ বলেন, “এই প্রকল্পের মাধ্যমে বিআইএফএফএলের বেসরকারি খাতে বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পিপিপির মাধ্যমে অবকাঠামো খাতের প্রকল্প বাস্তবায়ন হবে।”

এতে কর্মসংস্থান বাড়বে উল্লেখ করে তিনি বলেন, “করোনাভাইরাসের এই সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারেও এটা সহায়তা করবে।”

এডিবির ঋণে এই প্রকল্প বাস্তবায়িত হলে ২০২৪ সালের মধ্যে তিন হাজার নতুন কর্মসংস্থান হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।