চিকিৎসা উপকরণ আমদানিতে ৫ লাখ ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ

নভেল করোনাভাইরাসের বিস্তারের মধ্যে চিকিৎসা উপকরণ আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লাখ ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারবেন অনুমোদিত ডিলাররা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 01:55 PM
Updated : 23 March 2020, 01:55 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ”করোনাভাইরাস মোকাবিলায় মেডিকেল পণ্য আমদানি ত্বরান্বিত করতে এখন থেকে অনুমোদিত ডিলার (অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক) পাঁচ লাখ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অগ্রিম পরিশোধ করতে পারবেন।”

করোনাভাইরাস সম্পর্কিত জীবন রক্ষাকারী ওষুধ, মেডিকেল কিট ও উপকরণ আমদানির ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিলারদের জন্য এই সুবিধা চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে ১২ ধরনের উপকরণ আমদানিতে সব ধরনের শুল্ক অব্যাহতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর।